বাংলাহান্ট ডেস্ক: ছেলের নাম তৈমুর। তিনি কি করে সীতার (sita) চরিত্রে অভিনয় করতে পারেন? করিনা কাপুর খানের (kareena kapoor khan) সীতার ভূমিকায় অভিনয়ের খবর ছড়াতেই ক্ষোভের আগুন জ্বলল টুইটারে। বলিউডে ‘রামায়ণ’ ছবিতে সীতার চরিত্রে অভিনয় করার প্রস্তাব দেওয়া হয়েছে করিনাকে। এমন খবর ছড়িয়ে পড়তেই টুইটারে অভিনেত্রীকে বয়কট করার ডাক উঠেছে।
গুঞ্জন শোনা গিয়েছে পরিচালক আলৌকিক দেশাই রামায়ণ নিয়ে একটি ছবি করতে চলেছেন। সেই ছবিতেই সীতার ভূমিকায় অভিনয়ের জন্য প্রস্তাব গিয়েছে করিনার কাছে। এমনকি এই ছবির জন্য তিনি ১২ কোটি পারিশ্রমিকও নিয়ে নিয়েছেন বলে খবর ছড়ায়। অন্যান্য ছবির জন্য ছয় থেকে আট কোটি নিলেও এই ছবির জন্য নাকি করিনা পারিশ্রমিক বাড়িয়েছেন বলে দাবি করা হয়।
এরপরেই টুইটারে ফেটে পড়ে নেটিজেনদের একাংশ। যার ছেলের নাম তৈমুর সে কী করে সীতার চরিত্রে অভিনয় করতে পারে? প্রশ্ন তোলে তারা। টুইটারে ট্রেন্ডিং তালিকার শীর্ষে রয়েছে ‘হ্যাশট্যাগ’ বয়কট করিনা খান। আবার কয়েকজন লিখেছেন, কঙ্গনা রানাওয়াত সীতা চরিত্রের জন্য উপযুক্ত। আবার পরে শোনা গিয়েছে, করিনা আদৌ এই চরিত্রে অভিনয় করছেন না।
Kareena Khan is suitable for the role of Ayesha and not Mata Sita.
RT if you agree.#BoycottKareenaKhan pic.twitter.com/vVhVMW0bPz— अमित शर्मा (@AmitsharmaGRENO) June 12, 2021
https://twitter.com/ShipraDUTTA16/status/1403625376601968640?s=19
প্রসঙ্গত, বড় ছেলের নাম নিয়ে এখনো চরম সমালোচনার মুখে পড়তে হয় করিনা ও সইফকে। নেটিজেনদের বক্তব্য, তৈমুর লঙের নামে প্রথম ছেলের নাম রেখেছিলেন করিনা সইফ। কিন্তু অভিনেত্রী বার বার জানিয়েছিলেন, তৈমুরের অর্থ লোহা। এই কারণেই এই নামটা পছন্দ করেছিলেন তিনি। তবে সইফ ভেবেছিলেন ছেলের নাম রাখবেন ফয়জ। দ্বিতীয় ছেলের ক্ষেত্রে এবার সেই নামটাও রাখতে পারেন সইফ।