সানগ্লাস এঁটে গোলাপি ঠোঁটে পাউট করলেন বেগম করিনা, নেটিজেনদের প্রশ্ন, ঠোঁটে বোলতা কামড়েছে?

Published On:

বাংলাহান্ট ডেস্ক: করোনা আবহের মধ‍্যে দ্বিতীয় সন্তান আগমনের খবর দিয়ে রাতারাতি লাইমলাইট নিজের দিকে টেনে নিয়েছিলেন করিনা কাপুর খান (kareena kapoor khan)। লকডাউন ওঠার পরপরই এই সুখবর জানান করিনা ও সইফ। তারপর থেকে প্রায়দিনই পেজ থ্রির পাতায় উঠে আসছেন বেবো।

সম্প্রতি ফের একটি নতুন ছবি সোশ‍্যাল মিডিয়ায় শেয়ার করেছেন করিনা। পরনে সাদা কালো ওভারকোট, চোখে কালো সানগ্লাস, হালকা গোলাপি ঠোঁটে পাউট করে সেলফি তুলেছেন তিনি। ক‍্যাপশনে লিখেছেন, ‘বাই বাই পালমপুর। কি দারুন অভিজ্ঞতা, আর হ‍্যালো মুম্বই। আমি বাড়ি ফিরছি।’


ছবিটি পোস্ট করতেই তুমুল ভাইরাল নেটদুনিয়ায়।  লাইকের সংখ‍্যা ছাড়িয়েছে ৪ লক্ষ। অনুরাগীরা তো বটেই করিনার গ্ল‍্যামারাস লুকের প্রশংসা করে কমেন্ট করেছেন তাঁর প্রিয় বান্ধবী মালাইকা অরোরাও। তবে অনেকে ট্রোল করতেও ছাড়েননি বেবোকে। করিনার পাউট দেখে অনেকের সরস মন্তব‍্য, ঠোঁটে কি বোলতা কামড়েছে বেগম সাহেবার?

https://www.instagram.com/p/CIfE98bJ6EW/?igshid=6mdkziidy448

বেশ কিছুদিন সইফ আলি খান ও ছেলে তৈমুরের সঙ্গে হিমাচল প্রদেশের পালমপুরে ছুটি কাটালেন অভিনেত্রী। সইফ অবশ‍্য ব‍্যস্ত ছিলেন নিজের আগামী ছবি ‘ভূত পুলিস’এর শুটিংয়ে। তবে স্ত্রী ও ছেলেকেও সময় দিয়েছেন যথেষ্ট। করিনার হাতে এখন অখন্ড অবসর। তাই এই সময়টা নিজেকে সময় দিচ্ছেন বেগম সাহেবা। পরিবারের সঙ্গে আরামে, হাসি মজায় সময় কাটাচ্ছেন।

https://www.instagram.com/p/CINNnUSpAcl/?igshid=ouq2dyk61uqz

ধরমশালায় তৈমুরের সঙ্গে মাটির পাত্র বানানোর মুহূর্ত অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেন করিনা। দুটি ছবি ও একটি ভিডিও শেয়ার করেন করিনা। ভিডিওতে দেখা যায়, তৈমুরকে কিভাবে মাটির পাত্র গড়তে হয় তা শেখাচ্ছেন তিনি। তৈমুরের দুহাতে লেগে রয়েছে মাটি। মন দিয়ে মাটির পাত্র বানাতে শিখছে সে। তার সরল কৌতূহল দেখে মুখে হাসি ফুটেছে নেটিজেনদেরও। তুমুল ভাইরাল হয়েছিল সেই ছবি, ভিডিওগুলি।

https://www.instagram.com/p/CH-A3F1Jo_1/?igshid=1xe8a5d9doyya

প্রসঙ্গত, এরপর ‘লাল সিং চাড্ডা’ ছবিতে দেখা যাবে করিনাকে। তাঁর বিপরীতে রয়েছেন আমির খান। ছবির পরিচালনার দায়িত্বে রয়েছেন অদ্বৈত চন্দন। আমির ও করিনা ছাড়াও ছবিতে দেখা যাবে মোনা সিং ও বিজয় সেতুপতিকে। আগে জানা গিয়েছিল চলতি বছরের বড়দিনে মুক্তি পাবে এই ছবি। তবে এবার করোনার কারনে ছবির আনুষ্ঠানিক মুক্তির তারিখ এখনো ঘোষনা হয়নি।

X