নাম প্রকাশের পরপরই ফাঁস করিনার ছোট ছেলের প্রথম ছবি! দাবি অভিনেত্রীর ফ‍্যান ক্লাবের

Published On:

বাংলাহান্ট ডেস্ক: চলতি মাসের শুরুতেই প্রকাশ‍্যে এসেছিল করিনা কাপুর খানের (kareena kapoor khan) ছোট ছেলের নাম। গুঞ্জন একটা শোনা যাচ্ছিলই, তারপর করিনার বাবা বর্ষীয়ান অভিনেতা রণধীর কাপুর নিশ্চিত করেন ছোটে নবাবের নাম রাখা হয়েছে ‘জেহ’ (jeh)। তার কয়েক দিন যেতে না যেতেই ফাঁস হল করিনা ও সইফের ছোট ছেলের প্রথম ছবি।

করিনার ফ‍্যান ক্লাবের তরফে শেয়ার করা হয়েছে দুটি ছবি। সেখানে একটি ছবিতে অভিনেত্রীর সঙ্গে দেখা গিয়েছে ছোট্ট তৈমুরকে। তাকে বই পড়ে শোনাচ্ছেন করিনা। অপর ছবিতে দেখা যাচ্ছে এক শিশু শুয়ে রয়েছে। তাকে আদর করছেন করিনা। অভিনেত্রীর ফ‍্যান ক্লাবের তরফ থেকে দাবি করা হচ্ছে এই শিশুই করিনার ছোট ছেলে জেহ।


করিনার সদর প্রকাশিত বই ‘প্রেগনেন্সি বাইবেল’এ (pregnancy bible) রয়েছে জেহ এর ছবি। তবে সেই ছবি নাকি আগেই হাতে পেয়ে গিয়েছে অভিনেত্রীর এই ফ‍্যান ক্লাব। তবে যেহেতু করিনা নিজে এখনো ছোট ছেলের কোনো স্পষ্ট ছবি নিজের ইনস্টা হ‍্যান্ডেলে দেননি তাই এ বিষয়ে সন্দেহ থেকেই যাচ্ছে। অভিনেত্রী নিজে সোশ‍্যাল মিডিয়ায় যতবারই ছবি দিয়েছেন প্রতিবারই কৌশল করে ঢেকে দিয়েছেন ছেলের মুখ।

অপরদিকে সম্প্রতি নিজের লেখা বইয়ের নামের জন‍্য আইনি জটিলতায় ফেঁসেছেন করিনা। এক খ্রিস্টান সংগঠন পুলিসে অভিযোগ দায়ের করেছে করিনার বিরুদ্ধে। গত ৯ জুলাই করিনার বই ‘প্রেগনেন্সি বাইবেল’ প্রকাশিত হয়। নিজের দুবারের অন্তঃসত্ত্বাকালীন সফরের কাহিনি এই বইতে তুলে ধরেছেন বেবো। নতুন মায়েদের জন‍্য বইটি বেশ কাজে লাগবে বলেই আশাবাদী ছিলেন অভিনেত্রী। কিন্তু বই প্রকাশের কিছুদিনের মধ‍্যেই বিতর্কে জড়িয়েছেন বেবো।

https://www.instagram.com/p/CRUHgXpMuL-/?utm_medium=copy_link

বইটির নাম নিয়ে আপত্তি প্রকাশ করে পুলিসে অভিযোগ দায়ের করেছে আলফা ওমেগা ক্রিশ্চিয়ান মহাসংঘ। মহারাষ্ট্রের বিডের শিবাজি নগর পুলিস স্টেশনে করিনা সহ আরো দুজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন সংগঠনের প্রেসিডেন্ট আশিস শিন্ডে। তাঁর অভিযোগ, করিনা ও অদিতি শাহ ভিমজানির (বইটির সহ লেখিকা) লেখা এই বইয়ের নামে পবিত্র ‘বাইবেল’ শব্দটি ব‍্যবহার করা হয়েছে যা খ্রিস্ট ধর্মাবলম্বীদের ধর্মাবেগে আঘাত হানে।

করিনা ও আরো দুজনের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ২৯৫-এ ধারায় মামলা দায়েরের আবেদন জানিয়েছেন শিন্ডে। তবে পুলিসের পক্ষ থেকে জানানো হয়েছে অভিযোগ দায়ের হলেও কোনো এফআইআর দায়ের হয়নি। কারণ ঘটনাটি বিড অঞ্চলে ঘটেনি। তাই পুলিসের তরফে থেকে অভিযোগকারীদের বলা হয়েছে মুম্বইতে অভিযোগ দায়ের করতে।

সম্পর্কিত খবর

X