বাংলাহান্ট ডেস্কঃ আজ থেকে ঠিক ২১ বছর আগে কার্গিলের যুদ্ধে (Kargil War) প্রতিবেশি শত্রু দেশ পাকিস্তানকে যুদ্ধে হারিয়েছিল ভারতীয় সেনা (Indian army)। স্বাধীনতার পরবর্তীতে প্রায় ২ মাস ধরে জম্মু ও কাশ্মীরের কার্গিল দ্রাস সেক্টরের সুউচ্চ পার্বত্য এলাকায় এই যুদ্ধ হয়েছিল। এই যুদ্ধের ফলে ভারতের বহু সেনারা দেশ মাতৃকার রক্ষার্থে শহীদের হয়েছিলেন।
যুদ্ধের কাহিনী শোনালেন মেজর স্বর্ণ দাস
কার্গিলের সেই যুদ্ধের কথা শহীদদের কথা স্মরণ করিয়ে দেয়। এবিষয়ে সুবেদার মেজর স্বর্ণ দাস জানিয়েছেন, তিনি এবং তাঁর পল্টন ১২ জ্যাকালাই বাটালিক সেক্টরের ৫২০৩ নম্বর পাহাড়টি দখল করার আদেশ প্রাপ্ত হয়েছিলেন। ১৭ হাজার ফুট উঁচুতে লক্ষ্য অর্জনের জন্য দুজন অফিসার ৩০ থেকে ৩২ জন সেনাকে নিয়ে পাহাড়ে উঠে গিয়েছিলেন। ১৯৯৯ সালের ৮ ই জুন কাঁধে অস্ত্র নিয়ে পাহাড়ে গিয়েছিলেন তারা।
তিনি আরও জানান, ‘সেইসঙ্গে উল্টো দিক থেকে শত্রুরা বড় পাথর ছুঁড়তে থাকে। গুলি বৃষ্টি চলতে থাকে সেখানে। আমরা শুধুমাত্র গুড় এবং ছোলা খেয়ে ভয়ঙ্কর পরিস্থিতির সম্মুখীন হই। ২ দিন ধরে এই ভাবে আমরা আমাদের লক্ষ্যের দিকে এগিয়ে যেতে থাকি। এইভাবে ১০ ই জুন পাহাড়ের শীর্ষে পৌঁছাতে পৌঁছাতে ৭ থেকে ৮ জন জওয়ান শহীদ হয়ে যায়। আমি এবং অনেক জওয়ান আহত হই। তবুও আমরা থেমে যাইনি। এইভাবে ১০ ই জুন সকালে ৫২০৩ সেক্টর এবং ২ রা জুলাই ৪৮১২ সেক্টর আমরা দখল করে নিই’।
জয়লাভ করে ভারত
দীর্ঘ ২ মাসের ‘অপারেশন বিজয়’ সফল করে পাকিস্তানকে হারিয়ে ভারত জয়লাভ করে। এই যুদ্ধে প্রায় ৬০০ জন ভারতীয় সেনা বীরের মত মৃত্যু বরণ করেন। এইভাবে তারা পাকিস্তানি অনুপ্রবেশকে রুখে দিয়েছিল। তাই আজও ২৬ শে জুলাই দিনটি কার্গিল দিবস হিসাবে পালন করা হয়।