“কাপুর বংশে জন্ম নেওয়ার পরও সাধারণ জীবন যাপন করেছি”, স্মৃতি চরণ করলেন করিশ্মা

বাংলা হান্ট ডেস্ক: “আমাদের বড় হাওয়া, জীবনযাপনে ভীষণই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এসেছেন আমাদের মা”। সম্প্রতি এক সাক্ষাৎকারে তাই জানালেন অভিনেত্রী করিশ্মা কাপুর। শুধু তাঁরই নয়, তাঁর বোন করিনার জীবনেও মা ববিতা কাপুরের সমান ভূমিকা রয়েছে বলে সম্প্রতি এক সাক্ষাৎকারে স্বীকার করে নেন করিশ্মা।

 

করিশ্মার কথায়, বরাবরই অভিনয় নিয়ে তাঁর একটা অন্যরকম আবেগ কাজ করতো। তবে যতক্ষণ না মা ববিতা কাপুর বলতেন যে এই চরিত্রটাতে অভিনয় করতে পারো, ততক্ষণ পর্যন্ত তিনি সেবিষয়ে আত্মবিশ্বাসী হয়ে উঠতে পারতেন না। তিনি আরও জানান, ”কাপুর পরিবারের মত খ্যতনামা বংশে জন্ম নেওয়ার পরও মা (ববিতা কাপুর) আমাদের সাধারণ ছিমছাম জীবনযাপন করতেই শিখিয়েছেন। আমি আর আমার বোন করিনা বাসে এবং লোকাল ট্রেনে করেই স্কুল কলেজে যেতাম।”

38709eaf8c5f5b4e347d74e6fe2bed05

করিশ্মা আরও জানান, ১৯৯৪ সালে ‘সেক্সি, সেক্সি মুঝে লোক বোলে’ গানের জন্য তাকে নিয়ে জর সমালোচনা শুরু হয়েছিল। তবে সেসময় মা ববিতাই তাঁর পাশে দাঁড়িয়েছিলেন এবং বলে ছিলেন, একজন অভিনেত্রীর কাজই হল দর্শকদের বিনোদন দেওয়া।

 

তিনি সাক্ষাৎকারে দাদু রাজ কাপুরকে নিয়েও মুখ খোলেন করিশ্মা। তিনি বলেন, ”ছোট থেকেই আমি দাদুর সঙ্গে শ্যুটিং সেটে যেতাম, তাঁর (দাদু রাজ কাপুর) প্রতিভা দেখে আমি শুধুই অভিভূত হয়েছি। যখন তিনি (রাজ কাপুর) রাম তেরি গঙ্গা মাইলি ছবিটি পরিচালনা করছিলেন, তখন সেই ছবির শ্যুটিং সেটে গিয়েই আমার ক্যামেরা, লাইটের প্রতি আগ্রহ জন্মায়, ঠিক করে ফেলি পরিবারের গৌরবকেই এগিয়ে নিয়ে যাব। তবে দাদুকে যখন আমি একথা বলি, তখন উনি বলেন, এটা কিন্তু মোটেও সহজ নয় , এটা জন্য পরিশ্রম করতে হবে।”


সম্পর্কিত খবর