মঙ্গলসূত্র-আংটি চললেও হিজাব নয়! নিয়োগ পরীক্ষার পোশাক বিধিতে শুরু নয়া বিতর্ক

বাংলা হান্ট ডেস্ক : হিজাব বিতর্কে (Hijab Controversy) নয়া মোড়। কারচুপি রুখতে এবার অভিনব পন্থা অবলম্বন করল কর্ণাটক (Karnataka)। ইতিমধ্যেই এই বিষয়ে বিজ্ঞপ্তিও জারি হয়ে গেছে‌। সূত্রের খবর, আগামী ১৮ নভেম্বর এবং ১৯ নভেম্বর রাজ্য পরিচালিত বিভিন্ন চাকরির পরীক্ষা দিতে আসার সময় পোশাক নিয়ে বেশকিছু বিধিনিষেধ (Exam Restrictions) জারি করা হয়েছে। আর তারমধ্যে একটা হল হিজাব।

জানা গেছে, এই পরীক্ষা নিয়ন্ত্রণ করবে কর্নাটক একজামিনেশন অথরিটি বা কেইএ। গত সোমবার এই বিষয়ে একটি বিজ্ঞপ্তিও জারি করেছে সংস্থাটি। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরীক্ষায় কান, মুখ ও মাথা ঢাকা কোনও পোশাক পরে আসা যাবেনা। টুপি পরাতেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। রিপোর্ট বলছে, প্রথম প্রথম মঙ্গলসূত্র এবং আংটিতে নিষেধাজ্ঞা জারি করা হলেও ডানপন্থী সংগঠনের প্রতিবাদের পর সেটা তুলে নেওয়া হয়।

কেইএ নামক এই সংস্থার তরফে বলা হয়, চাকরির পরীক্ষায় অনেকেই অসাধুতা অবলম্বন করছেন। অনেকেই উন্নত টেকনোলজির ব্লুটুথ ইয়ারফোন সাথে নিয়ে পরীক্ষা দিচ্ছেন তারা। আর এই কাজের জন্য তারা মুখ, কান ও মাথা ঢেকে রাখছে। আর এই অসাধুতা বন্ধ করার জন্যই এই নয়া পোশাক বিধি চালু করা হয়েছে। পাশাপাশি আরও বেশকিছু জিনিসের উপর নিষেধাজ্ঞা জারি করেছে সংস্থাটি।

আরও পড়ুন : ‘দাদা নয়, বলুন আমার সোনা’! কাঞ্চনের বাড়ির কালীপুজোয় কর্ত্রী শ্রীময়ী, প্রেমের জল্পনা তুঙ্গে

অথরিটি আরও জানিয়েছে, কান, মুখ ও মাথা ঢাকা দেওয়া জিনিসের পাশাপাশি কোনও টুপি বা মাস্কও পরা যাবেনা। অনেকটা জায়গা জুড়ে এম্ব্রয়ডারি করা রয়েছে এমন পোশাক বা ফুলের নকশা করা পোশাক বা বোতাম লাগানো পোশাকের উপরেও নিষেধাজ্ঞা জারি করেছে সংস্থাটি। পাশাপাশি ফুলহাতা পোশাক, জিনসের প্যান্ট, হাই-হিলের জুতো বা স্লিপারও বারণ রয়েছে এই পরীক্ষায়।

আরও পড়ুন : বাতিল ২৫৩ বিএড কলেজের অনুমোদন, খবর নেই উচ্চশিক্ষা দফতরের কাছে! তরজা তুঙ্গে

আর এই বিজ্ঞপ্তির জেরে মুসলিম মহিলা চাকরিপ্রার্থীদের মধ্যে তৈরি হয়েছে বিভ্রান্তি। যদিও হিজাব নিয়ে কোনও কিছুই বলা নেই। তবে যেহেতু হিজাবে কান ও মাথা ঢাকা থাকে তাই হিজাব পরে হলে ঢোকা যাবে কি না তা নিয়ে উঠছে প্রশ্ন। যদিও এইসব নিষেধাজ্ঞা কেবল মহিলাদের জন্যই নয়, পুরুষদের জন্যেও এসেছে একাধিক নিষেধাজ্ঞা। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পুরুষ প্রার্থীদের ঢিলেঢালা হালকা পোশাক পরে পরীক্ষার হলে আসতে হবে। প্যান্টে কোনও জিপ পকেট বা বড় বোতাম থাকা যাবেনা। বিধিনিষেধ থাকছে জুতোতেও।

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর