লকডাউন উলঙ্ঘন করে ছেলের বিয়ে দিলেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী, সমলোচনার ঝড় সোশ্যাল মিডিয়ায়

Published On:

বাংলাহান্ট ডেস্কঃ লকডাউনের মাঝেও ধুমধাম করে ছেলের বিয়ে (Marrage) দিলেন কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী এইচডি কুমারস্বামী (H. D. Kumaraswamy)। অনুষ্ঠান বাড়িয়ে কাউকেই মাস্ক পরিহিত অবস্থায় দেখা গেল না। এমনকি মানা হল না সামাজিক দূরত্বও। তবে বিয়ে বাড়িতে তুলনামূলক কম অতিথি উপস্থিত বলে দাবী করছেন তারা। ঘটনটির সত্যতা বিচার করে এই প্রাক্তন মন্ত্রীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে উপ-মুখ্যমন্ত্রী অশ্বত নারায়ণ। এই ঘটনার বিরুদ্ধে স্যোশাল মিডিয়ায় উঠল প্রতিবাদের ঝড়।

গোটা বিশ্ব এখন করোনা (COVID-19) আতঙ্কে ভুগছে। দ্বিতীয় দফায় লকডাউন জারী রয়েছে সমগ্র ভারত জুড়েই। এই সময়ে শুধুমাত্র অত্যাবশ্যকীয় পণ্যের প্রয়োজন ছাড়া কাউকেই বাইরে বেরোতে নিষেধ করে দেওয়া হয়েছে। বন্ধ রাখা হয়েছে সমস্ত সামাজিক কাজকর্ম এবং অনুষ্ঠান। কিন্তু এরই মাঝে সামাজিকদূরত্ব বজায় না রেখেই লকডাউনের মধ্যেই ছেলের বিয়ে দিলেন কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী এইচডি কুমারস্বামী।

https://twitter.com/ANI/status/1251014426817368064?s=19

কর্ণাটকের রাজধানী বেঙ্গালুরু থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে রামনগরের ফার্মহাউসে এই বিয়ের অনুষ্ঠানটি হয়েছিল। তাঁদের দাবী, এই করোনা ভাইরাসের কারণে অনুষ্ঠান বাড়িতে অনেক কম অথিতি উপস্থিত ছিলেন। স্থানীয়দের দেখার জন্য বিয়ে বাড়ির মণ্ডপের নিকটে বড় বড় টিভি স্ক্রিন ইনস্টল করা হয়েছিল। তবে এই অনুষ্ঠানের সমস্ত কাজ করতে সেখানে প্রায় ৫০০ জন কর্মচারী কাজ করেছিলেন।

অনুষ্ঠানে উপস্থিত এক জণৈক ব্যক্তির করা ভিডিও মারফত দেখা যায়, সেখানে কোন ব্যক্তির মুখেই মাস্ক ছিল না। এমনকি মানা হয়নি কোন সামাজিক দূরত্ব। তবে এই বিষয়ে কর্ণাটকের উপ-মুখ্যমন্ত্রী অশ্বত নারায়ণ জানিয়েছেন, ‘আমি রামনগরের জেলা প্রশাসকের কাছে এই গোটা বিষয়টি জানিয়েছি। ঘটনাটি যদি সম্পূর্ণ সত্য হয়, তাহলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। কুমারস্বামী একজন জনপ্রতিনিধি। দীর্ঘদিন ধরে তিনি জনগণের সেবা করে আসছে। এমনকি এই করোনা ভাইরাসের প্রতিরোধের জন্য সমস্ত নির্দেশিকা মানা হবে বলে, জানিয়েছিলেন তিনি। তবে তিনি নিমন্ত্রণ না করলে, ওই অনুষ্ঠান বাড়িতে কোন ব্যক্তি আমন্ত্রণ ছাড়াও তো যাননি’।

X