স্বপ্ন ছিল পুলিশের গাড়ি চালানোর, থানা থেকে জিপ চুরি করে লং ড্রাইভে গেলেন ট্রাক চালক

বাংলাহান্ট ডেস্ক : কতরকম সখই তো মানুষের থাকে। কিন্তু তা বলে সখ মেটাতে গিয়ে একেবারে হাজত বাস, এরকম ঘটনা সত্যিই বিরল। কিন্তু এরকমই এক চাঞ্চল্যকর ঘটনার সাক্ষী থাকল কর্ণাটক। পুলিশের গাড়ি চুরি করে রীতিমতো লং ড্রাইভে গেলেন এক ব্যক্তি।

জানা যাচ্ছে, কর্ণাটনের ধারওয়াদ জেলায় একটি থানা থেকে পুলিশের জিপ চুরি করে পালান বছর ৪৫ এর এক ব্যক্তি। অভিযুক্তের নাম নাগাপ্পা ওয়াই। অ্যানাগিরি টাউনের বাসিন্দা তিনি। প্রথমে ব্যাপারটিকে সাধারণ গাড়ি চুরির ঘটনা হিসেবেই দেখেছিল পুলিশ। কিন্তু ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে জেরা শুরু করার পরই চোখ কপালে ওঠে পুলিশ কর্তাদের। জানা যায় বহুদিনের শখ পূরণের জন্যই পুলিশের গাড়ি নিয়ে ভেগেছিলেন ওই ব্যক্তি।

পেশায় গাড়ি চালক নাগাপ্পা জানান, ‘ট্রাক চালক হিসেবে রাজ্যের প্রায় সব জায়গাতেই গেছি। কিন্তু স্বপ্ন ছিল পুলিশের জিপ চালাবো। থানার পাশ দিয়ে যখন যেতাম অদ্ভুত উত্তেজনা হত। দেখতাম থানার মধ্যে পুলিশের জিপ দাঁড়িয়ে রয়েছে।’ তিনি আরও বলেন, ‘সেবার দূর থেকে দেখে আর থাকতে পারিনি। একেবারে থানার চৌহদ্দির মধ্যে ঢুকে যাই গিয়ে দেখি ইন্সপেক্টর গাড়িতে চাবিটি লাগিয়েই চলে গিয়েছেন। আর কর্তব্যরত দুজন কনস্টেবল ঘুমোচ্ছেন। সেই সুযোগেই স্বপ্ন পূরণ করতে গাড়িটা নিয়ে পালিয়ে যাই’।

হাতে চাঁদ পেয়ে সেই আনন্দে গাড়িটি নিয়ে ১১২ কিলোমিটার লং ড্রাইভে যান ওই ব্যক্তি। তারপর একটি জায়গায় গাড়িটি একপাশে রেখে ঘুমিয়ে পড়েন তিনি খুশি মনেই। কিন্তু রাস্তার পাশে দীর্ঘক্ষণ এভাবে পুলিশের গাড়ি দাঁড়িয়ে থাকতে দেখে সন্দেহ হয় স্থানীয় বাসিন্দাদের। তাঁরাই খবর দেন পুলিশে। এরপর পুলিশ এসে গ্রেপ্তার করে ওই ব্যক্তিকে।

annigeri police

এই ঘটনা যেন মনে করিয়ে দেয় অমিতাভ বচ্চনের লিপে সেই বিখ্যাত ‘পেয়ার হামে কিস মোড় পে লে আয়া’ গানের লাইনগুলিকে। আক্ষরিক অর্থেই পুলিশের জিমের প্রেমে শেষমেষ হাজতবাস অবধি করতে হল ওই ব্যক্তিকে। ঘটনার জেরে কার্যতই শোরগোল ছড়িয়েছে এলাকায়।

Avatar
Katha Bhattacharyya

সম্পর্কিত খবর