Ekchokho.com 🇮🇳

ইন ক্যামেরা না ওপেন কোর্ট? হাইকোর্টে সাময়িক ‘স্বস্তি’ কার্তিক মহারাজের

Updated on:

Updated on:

Karthik Maharaj seeks private hearing

বাংলা হান্ট ডেস্কঃ কার্তিক মহারাজের (Karthik Maharaj) বিরুদ্ধে FIR দায়ের হওয়ার পর এবার সেই FIR চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হলেন তিনি। তাঁর দাবি, যেহেতু মামলার বিষয়বস্তু অত্যন্ত সংবেদনশীল, তাই এই মামলার শুনানি যেন ‘ইন ক্যামেরা’ অর্থাৎ আদালতের দরজা বন্ধ রেখে হয়। যদিও রাজ্য সরকারের আপত্তি, এমন একটি অভিযোগের শুনানি জনসমক্ষে হওয়া উচিত।

‘মামলা করলেই কি দোষ স্বীকার?’ প্রশ্ন আইনজীবীর

বৃহস্পতিবার মামলার শুনানির সময় মহারাজের আইনজীবী আদালতে বলেন, ‘‘এমন প্রচার করা হচ্ছে যেন মামলা করার অর্থই হল দোষ স্বীকার করা। সেটা ঠিক নয়। তাই আমরা এই মামলা গোপনে শুনানির আর্জি জানিয়েছি শুধু কারণ বিষয়টি অত্যন্ত ব্যক্তিগত ও সংবেদ নশীল।’’ তিনি আরও জানান, সমাজে যাঁরা ধর্মীয় গুরু, তাঁদের প্রতি বিশেষ দায়বদ্ধতা থাকে, সেই ভাবনাতেই আদালতের এই অনুরোধ। অন্যদিকে, রাজ্যের আইনজীবীরা আদালতে জানান, এই ধরনের গুরুতর অভিযোগের শুনানি ‘ইন ক্যামেরা’ হলে মানুষের মনে প্রশ্ন জাগবে। তাঁরা বলেন, “আমরা চাই আদালতে যা হচ্ছে, সবকিছুই প্রকাশ্যে থাকুক।”

আরও পড়ুন : কসবাকাণ্ডে চাপে রাজ্য সরকার! তদন্ত কতদূর? রিপোর্ট তলব করল কলকাতা হাইকোর্ট

Karthik Maharaj seeks private hearing

আপাতত আদালত কিছু জানায়নি, তবে মহারাজের আইনজীবীকে নির্দেশ দেওয়া হয়েছে, শুক্রবারের মধ্যে লিখিতভাবে কারণ জানানর জন্য। সোমবার ফের এই মামলার শুনানি হওয়ার কথা। আদালত এও জানিয়েছে, সোমবার পর্যন্ত পুলিশ কার্তিক মহারাজের বিরুদ্ধে কোনও পদক্ষেপ নিতে পারবে না। ফলে আপাতত খানিকটা স্বস্তিতে রয়েছেন তিনি। কিন্তু মামলাটি ঘিরে আদালত চত্বর ও রাজনৈতিক মহলে উত্তেজনা তুঙ্গে।