কার্তিক মাসে চুল বা নখ কাটা অশুভ কেন? পুরাণে কী ব্যাখ্যা রয়েছে জেনে নিন…

Published on:

Published on:

Karthik Month can hair and nails be cut know what the scriptures say

বাংলা হান্ট ডেস্ক: সনাতন মতে কার্তিক মাস (Karthik Month) অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস হিসেবে বিবেচিত হয়। এছাড়াও হিন্দু পঞ্জিকা অনুসারে, কার্তিক মাস বছরের অষ্টম মাস। আর এই মাসটিকে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয়। তাই এই মাসে চুল ও নখ কাটতে না বলা হয়। এছাড়া এই বছর, কার্তিক মাস ৮ই অক্টোবর থেকে শুরু হচ্ছে।

কার্তিক মাসে চুল-নখ কাটা যায়? জানুন শাস্ত্রের কথা (Karthik Month)

শাস্ত্র মতে কার্তিক মাসে কিছু জিনিস মেনে চললে জীবনের সকল ঝামেলা থেকে মুক্তি মেলে। পাশাপাশি জীবনে সুখ, সমৃদ্ধি এবং শান্তিও বয়ে আনে। সকল ইচ্ছেপূরণ হয়।তবে কার্তিক মাসে (Karthik Month) চুল এবং নখ কাটা উচিত কি না। অবশ্য এই নিয়ে নানান ধরনের মন্তব্য রয়েছে। চলুন এই বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক।

Karthik Month can hair and nails be cut know what the scriptures say

আরও পড়ুন: ভিড়ভাট্টা এড়িয়ে শান্ত পাহাড় চাই? রেশমগাঁওয়ের সবুজ প্রকৃতি আর ঠান্ডা হাওয়া মুছে দেবে ক্লান্তি

চুল এবং নখ কাটা উচিত নয় কেন?

হিন্দু মতে মনে করা হয়, কার্তিক মাসের (Karthik Month) কখনো চুল দাড়ি কাটা উচিত নয়। এমনকি এই মাসের নখ কাটা উচিত না। তাছাড়া এই মাসে মাছ-মাংস খাওয়াও উচিত নয়। কার্তিক মাসে এই সমস্ত কাজ করলে পরে প্রার্থনা অর্থহীন হয়ে পড়ে।

কার্তিক মাসে কী করা উচিত?

শাস্ত্র মতে এই মাসে দান করা উচিত। কারণএই মাসে তুলসী অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয়। তাই এই মাসে নিয়মিত তুলসী মঞ্চের সামনে প্রদীপ জ্বালালে উচিত। এর ফলে আপনার মনস্কামনা পূর্ণ হবে। পাশাপাশি সংসারে ধন-সম্পত্তি বৃদ্ধি পাবে (Karthik Month)।