বাংলাহান্ট ডেস্ক: এই মুহূর্তে বাংলা টেলিভিশনের অন্যতম জনপ্রিয় সিরিয়াল (serial) জি বাংলার ‘করুণাময়ী রাণী রাসমণি’ (karunamoyee rani rasmoni)। টানা চার বছর ধরে চলতে থাকা এই সিরিয়াল ইতিমধ্যেই হাজার পর্ব সম্পূর্ণ করেছে। টিআরপির দিক থেকে প্রথম দশেই স্থান।
রাসমণির কিশোরী বয়স থেকে প্রৌঢ় বয়স পর্যন্ত দেখা হয়েছে এই সিরিয়ালে। সেই ছোট বেলায় বাবু রাজচন্দ্র দাসের সঙ্গে বিয়ে হয়ে মাড় বাড়িতে পা রাখা থেকে দক্ষিণেশ্বর মন্দির পত্তন ও একটা সময় বিশাল জমিদারির বাসনা ত্যাগ করে মা ভবতারিণীর পায়ে নিজেকে অর্পণ করা, রাণী রাসমণির জীবনের পুরো কাহিনিটাই দেখানো হয়েছে এই সিরিয়ালে।
পুরো সিরিয়ালেই রাণীর কিশোরী থেকে প্রৌঢ়াবস্থা পর্যন্ত এই চরিত্রে একটানা অভিনয় করে গিয়েছেন দিতিপ্রিয়া রায়। তবে এবার আর সিরিয়ালে দেখা যাবে না তাঁকে। কারণ রাণী রাসমণির প্রয়াণের সময় আসন্ন। অন্তত সিরিয়ালের নতুন প্রকাশিত প্রোমো তো তাই বলছে। প্রোমোতে দেখানো হয়, মা ভবতারিণী রাণীকে তাঁর নিজের কাছে ডাকছেন।
আর এই প্রোমো দেখেই নেটিজেনদের বক্তব্য, শেষ হওয়ার মুখে করুণাময়ী রাণী রাসমণি। প্রোমো প্রকাশ্যে আসতেই মন খারাপ অনুরাগীদের। তবে সিরিয়াল নির্মাতাদের তরফে এখনো আনুষ্ঠানিক ভাবে কোনো ঘোষনা করা হয়নি।
প্রসঙ্গত, সম্প্রতি এই সিরিয়ালের বিরুদ্ধে ওঠে ইতিহাস বিকৃতির অভিযোগ। কালীঘাট মন্দিরের প্রতিষ্ঠা ও প্রসিদ্ধ সাবর্ণ রায়চৌধুরী পরিবারের ইতিহাস বিকৃত করে দেখানো হয়েছে সিরিয়ালে এবং ভুল তথ্য পেশ করা হয়েছে। সাবর্ণ রায়চৌধুরীর পরিবার (sabarna roychowdhury family) পরিষদের তরফেই এমন অভিযোগ উঠেছে। এই সব ভুল তথ্যের জন্য মানুষ ইতিহাসকে ভুল জানছেন।
সাবর্ণ রায়চৌধুরী পরিবার পরিষদের সম্পাদক দেবর্ষি রায়চৌধুরী অভিযোগ করেন কালীঘাট মন্দিরের প্রতিষ্ঠা ও মন্দিরের প্রতিষ্ঠাতা সন্তোষ রায়চৌধুরীর যে চরিত্র সিরিয়ালে দেখানো হয়েছে তা সম্পূর্ণ ভুল। সিরিয়ালের ১৪৫ পর্ব থেকে শুরু করে পরবর্তী প্রায় বারোটি পর্ব পর্যন্ত দেখানো হয়েছে কালীঘাট মন্দির প্রতিষ্ঠাতা সন্তোষ রায়চৌধুরীকে।
তিনি নাকি রাসমণির শ্বশুরবাড়ি গিয়ে নিজে তাঁকে কালীঘাটে আসার আমন্ত্রণ জানিয়েছিলেন। এমনটাই দেখানো হয়েছে সিরিয়ালে। কিন্তু দেবর্ষি বাবু জানান, আসলে রাসমণির সঙ্গে সন্তোষ রায়চৌধুরীর দেখা হওয়ার কথাই না। কারণ রাসমণির বিয়ে হয়ে শ্বশুরবাড়ি আসেন ১৮০৪ সালে। তার পাঁচ বছর আগেই মৃত্যু হয়েছে সন্তোষ রায়চৌধুরীর।
এমনকি কালীঘাট মন্দির সম্পূর্ণ হওয়াটাও দেখে যেতে পারেননি তিনি। তাঁর পরবর্তীতে তাঁর নাতি রাজীবলোচন রায়চৌধুরী মন্দিরের কাজ সম্পূর্ণ করেন। এমনকি সন্তোষ ও রাজীবলোচন রায়চৌধুরীর সম্পর্কটাও ভুল দেখানো হয়েছে সিরিয়ালে। নাতির বদলে ভাইপো হিসাবে দেখানো হয়েছে তাঁকে।
এখানেই শেষ নয়। সিরিয়ালে দেখানো হয়েছে কালীঘাট মন্দিরের ব্রহ্মশিলা আদিগঙ্গার পারে পড়ে রয়েছে। কাপালিকরা সেই শিলা পুজো করে প্রাণপ্রতিষ্ঠা করে। সেই সময় রাণী ও রাজচন্দ্র নৌকায় করে আসছিলেন। অথচ ইতিহাস বলছে রাসমণির জন্মের আড়াইশো বছর আগেই নাকি ব্রহ্মশিলা প্রতিষ্ঠা হয় কালীঘাটে।