বাংলাহান্ট ডেস্ক : গণধর্ষণের ঘটনার ঠিক ১২ দিনের মাথায় ফের তালা খুলল কসবা ল কলেজের (Kasba Law College)। কলেজ ক্যাম্পাসের মধ্যেই এক ছাত্রীর ধর্ষিতা হওয়ার ঘটনার পর থেকেই অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গিয়েছিল কলেজ। কিন্তু ছাত্রছাত্রীদের পঠনপাঠনে ক্ষতি হচ্ছে, এই মর্মে কলেজ খোলার জন্য আবেদন জানানো হয়েছিল কলকাতা হাইকোর্টে। আদালতের তরফে সবুজ সংকেত আসতেই সোমবার, ৭ ই জুলাই থেকে খুলল কলেজ (Kasba Law College)। তবে একগুচ্ছ বিধিনিষেধ জারি করা হয়েছে শিক্ষক এবং পড়ুয়াদের উপরে।
সোমবার থেকে খুলল কসবা ল কলেজ (Kasba Law College)
জানা গিয়েছে, কলকাতা পুলিশ জয়েন্ট কমিশনারের অনুমতি নিয়ে সোমবার থেকে খুলে গেল কসবা আইন কলেজ (Kasba Law College)। জানা যাচ্ছে, সকাল আটটা থেকে দুপুর দুটো পর্যন্তই কলেজ ক্যাম্পাসে থাকতে পারবেন শিক্ষক, শিক্ষাকর্মী এবং পড়ুয়ারা। কলেজের গেটে তালা দেওয়ার আগে ভেতরে আর কেউ নেই তা নিশ্চিত হওয়ার দায়িত্ব প্রধান রক্ষীর। গোটা কলেজ ক্যাম্পাস (Kasba Law College) নিখুঁত ভাবে পরিদর্শন করার নির্দেশ দেওয়া হয়েছে তাঁকে।
জারি একগুচ্ছ নির্দেশিকা: প্রথম সেমিস্টারের পড়ুয়াদের ফর্ম ফিলাপ সহ অন্যান্য অফিশিয়াল কাজের জন্য সকাল দশটা থেকে বেলা বারোটা পর্যন্ত কলেজে ঢোকার অনুমতি দেওয়া হবে। সঙ্গে থাকতে হবে কলেজের ডকুমেন্ট এবং আইডি কার্ড। শুধু তাই নয়, কলেজ ক্যাম্পাসে (Kasba Law College) থাকাকালীন পুরো সময়টাই আইডি কার্ড পরে থাকার জন্য নির্দেশ দেওয়া হয়েছে পড়ুয়াদের।
আরো পড়ুন : ৩-৪ জন মিলে ঘিরে ধরে, চলন্ত ট্রেনে ফের গণধর্ষণ! লাইনে ছুঁড়ে ফেলা হল মহিলাকে
কী কী গাইডলাইন রয়েছে: জারি করা হয়েছে আরও কিছু গাইডলাইন। স্পষ্ট করে উল্লেখ করা হয়েছে, আগামী ৮ তারিখ থেকে চতুর্থ সেমিস্টারের পড়ুয়ারা কলেজে আসতে পারবেন। ৯ তারিখ থেকে আসার অনুমতি রয়েছে ষষ্ঠ সেমিস্টারের পড়ুয়াদের। অন্যদিকে অষ্টম সেমিস্টারের ছাত্রছাত্রী এবং জেনারেলের পড়ুয়াদের ১০ তারিখ থেকে কলেজে (Kasba Law College) আসার নির্দেশ দেওয়া হয়েছে।
আরো পড়ুন : ‘গোমাংস খেতে, হিন্দু দেবদেবীর ছবি মুছতে জোরজবরদস্তি’, শাহবাজকে বিয়ে করে মহা বিপাকে আরতি!
উল্লেখ্য, কলকাতা হাইকোর্টের তরফে আগেই স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছিল, কলেজ খুললেও তালা বন্ধ থাকবে ইউনিয়ন রুম এবং গার্ড রুম। সঙ্গে স্পষ্ট বলা হয়েছে, পঠনপাঠন এবং অফিশিয়াল কাজ ছাড়া পড়ুয়াদের কলেজে প্রবেশের ক্ষেত্রে থাকছে নিষেধাজ্ঞা।