বাংলা হান্ট ডেস্কঃ তৃণমূল সাংসদ মিমি চক্রবর্তী বুধবার কসবার যেই কেন্দ্র থেকে টিকা নিয়েছিলেন, সেটি ছিল ভুয়ো ক্যাম্প। আর ওই ক্যাম্প চালানো ভুয়ো আইএএস অফিসার দেবাঞ্জন দেব (Debanjan Deb)। এবার সেই দেবাঞ্জন দেবের সঙ্গে তৃণমূলের (TMC) যোগসাজেশ আছে বলে জানাল বিজেপি। বাঁকুড়ার বিজেপি সাংসদ সুভাষ সরকার (Subhash Sarkar) একটি সাংবাদিক বৈঠক করে এই দাবি করেন। তিনি বলেন, ভ্যাকসিন নিয়ে রাজ্যে যেভাবে জালিয়াতির কারখানা চলছে সেটা স্বরাষ্ট্রমন্ত্রীকে জানানো হবে।
এদিন বাঁকুড়ার সাংবাদিক বৈঠক থেকে জাল ভ্যাকসিন কাণ্ডের পাণ্ডা দেবাঞ্জন দেবের একাধিক ছবি তুলে ধরেন বিজেপির সাংসদ সুভাষ সরকার। একটি ছবি দেখিয়ে তিনি বলেন, দেবাঞ্জন ফিরহাদ হাকিমের সঙ্গে রয়েছে। এছাড়াও তৃণমূল সাংসদ শান্তনু সেন এবং দেবাশিস কুমারও রয়েছে ওই ছবিতে। সুভাষবাবু বলেন, দেবাঞ্জনের টিকাকরণ কেন্দ্র কলকাতা পুরসভার অনুমোদিত নয়। তাহলে পুলিশ কী করছিল? তিনি এটিকে সরাসরি দুর্নীতি বলে আখ্যা দিয়ে সঠিক তদন্তের দাবি জানান।
আরেকদিকে, এদিন প্রাতঃভ্রমণে বেরিয়ে রাজ্য সরকারকে ভুয়ো ভ্যাকসিন কেন্দ্র কাণ্ড নিয়ে একহাত নেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। পাশাপাশি এই সেন্টার থেকে কিভাবে টিকা নিলেন তারকা সাংসদ মিমি চক্রবর্তী, সেবিষয়েও প্রশ্ন তোলেন তিনি।
ইকো পার্কে বৃহস্পতিবার সকালে প্রাতঃভ্রমণের সময় সাংবাদিকদের সামনে ভ্যাকসিন জালিয়াতির কান্ড নিয়ে রাজ্য সরকারের দিকে তোপ দাগেন দিলীপ ঘোষ। তিনি বলেন, ‘ভ্যাকসিন সিন্ডিকেট চলছে রাজ্যে। একাজে সবাই যুক্ত রয়েছেন। এই ভুয়ো টিকাকরণ শিবির থেকে ভ্যাকসিন নেওয়ার ফলে বহু মানুষের জীবন সংশয়ও হতে পারে। আর একজন সাংসদ হওয়া সত্ত্বেও মিমি চক্রবর্তী কীভাবে ভুয়ো ভ্যাকসিনেশন সেন্টার থেকে টিকা নিলেন?’