বাংলা হান্ট ডেস্ক: জম্মু ও কাশ্মীরের পহেলগাঁও-তে সম্প্রতি ঘটা ভয়াবহ সন্ত্রাসবাদী হামলার (Kashmir Attack) পর, নিরাপত্তা সংস্থাগুলি ওই কেন্দ্রশাসিত অঞ্চলে ১৪ জন স্থানীয় সক্রিয় সন্ত্রাসবাদীর একটি তালিকা প্রকাশ করেছে। ওই সন্ত্রাসবাদীদের প্রত্যেকেই পাকিস্তান থেকে আগত বহিরাগত জঙ্গিদের জমি এবং চিকিৎসা সংক্রান্ত সহায়তা প্রদান করেছে বলেও জানা গিয়েছে।
পহেলগাঁও-তে ঘটে ভয়াবহ হামলা (Kashmir Attack):
সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, এই ১৪ জন সন্ত্রাসবাদীর বয়স ২০ থেকে ৪০ বছরের মধ্যে। পাশাপাশি তারা ৩ টি প্রধান পাকিস্তান-সমর্থিত জঙ্গি সংগঠন, হিজবুল মুজাহিদিন, লস্কর-ই-তৈবা এবং জইশ-ই-মোহাম্মদের সাথে যুক্ত বলেও জানা গিয়েছে।তাদের মধ্যে ৩ জন সন্ত্রাসবাদী গোষ্ঠী হিজবুলের সাথে, ৮ জন লস্কর-ই-তৈবার সাথে এবং ৩ জন জৈশ-ই-মহম্মদের সাথে যুক্ত।
প্রকাশিত তালিকায় নিম্নলিখিত নামগুলি রয়েছে:
১. আদিল রেহমান ডেন্টু (২১): ২০২১ সাল থেকে লস্কর-ই-তৈবার সাথে যুক্ত, সোপোর জেলার কমান্ডার
২. আসিফ আহমেদ শেখ (২৮): জইশ-ই-মোহাম্মদের সন্ত্রাসবাদী, অবন্তীপোরা জেলার কমান্ডার
৩. আহসান আহমেদ শেখ (২৩): পুলওয়ামায় সক্রিয় লস্কর-ই-তৈবা সন্ত্রাসবাদী।
৪. হারিস নাজির (২০): ২০২৩ সালে লস্কর-ই-তৈবাতে যোগদান করে। পুলওয়ামার বাসিন্দা।
৫. আমির নাজির ওয়ানি (২০): পুলওয়ামায় সক্রিয়, ২০২৪ সালে জয়শ-ই-মোহাম্মদে যোগদান
৬. ইয়াওয়ার আহমেদ ভাট: পুলওয়ামার বাসিন্দা, ২০২৪ সাল থেকে জইশ-ই-মোহাম্মদের সাথে যুক্ত।
৭. আসিফ আহমেদ খান্দে (২৪): সোপিয়ানের বাসিন্দা, ২০১৫ সালের জুলাই মাস থেকে হিজবুলের সাথে যুক্ত।
আরও পড়ুন: পাঞ্জাবের বিরুদ্ধে ভেস্তে গেল ম্যাচ! প্লে-অফে আদৌ পৌঁছতে পারবে KKR? জানুন সমীকরণ
৮. নাসির আহমেদ ওয়ানি (২১): সোপিয়ানে ২০১৯ সাল থেকে সক্রিয় লস্কর-ই-তৈবা সন্ত্রাসবাদী
৯. শাহিদ আহমেদ কুতায় (২৭): সোপিয়ানে সক্রিয়, লস্কর-ই-তৈবা এবং এর ফ্রন্ট TRF-এর সাথে যুক্ত।
১০. আমির আহমেদ দার: লস্কর-ই-তৈবার সদস্য, ২০২৩ সাল থেকে সোপিয়ানে সক্রিয়।
১১. আদনান সাফি দার: ২০২৪ সাল থেকে লস্কর-ই-তৈবা এবং TRF-এর হয়ে কাজ করছে। তথ্য যোগাযোগকারী
১২. জুবায়ের আহমেদ ওয়ানি ওরফে আবু উবাইদা ওরফে উসমান (৩৯): অনন্তনাগে হিজবুলের অপারেশনাল কমান্ডার।
১৩. হারুন রশিদ গানাই (৩২): হিজবুল জঙ্গি, সম্প্রতি পাক অধিকৃত কাশ্মীরে প্রশিক্ষণ শেষে ফিরে এসেছে।
১৪. জাকির আহমেদ গনি (২৯): কুলগামের বাসিন্দা, লস্কর-ই-তৈবার সদস্য, নিরাপত্তা বাহিনীর ওপর হামলায় জড়িত।
আরও পড়ুন: “রক্ত টগবগ করে ফুটছে….”, জঙ্গি হামলার কড়া জবাব দেবে ভারত, “মন কি বাত” অনুষ্ঠানে জানালেন মোদী
এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, গত ২২ এপ্রিল, পহেলগাঁওয়ের বৈসরন উপত্যকার দুপুর ২ টো নাগাদ সন্ত্রাসবাদী হামলায় (Kashmir Attack) ২৬ জন নিহত হন। যাঁদের মধ্যে অধিকাংশজনই ছিলেন পর্যটক। এই হামলায় ২ স্থানীয় সন্ত্রাসবাদী এবং ৩ জন পাকিস্তানি সন্ত্রাসবাদী জড়িত রয়েছে বলে জানা গিয়েছে। পাকিস্তানি সন্ত্রাসবাদীদের নাম আসিফ ফৌজি, সুলেমান শাহ এবং আবু তালহা, এবং স্থানীয় সন্ত্রাসবাদীদের নাম আদিল গুরি ও আহসান।
দেখুন গুরুত্বপূর্ণ ভিডিও: