কাশ্মীরের বিভিন্ন জায়গায় পড়লো যুদ্ধের পোস্টার, নিরাপত্তায় মুড়ে ফেলা হলো কাশ্মীর

বাংলাহান্ট ডেস্ক: ভারত কাশ্মীর থেকে ৩৭০ ধারা বাতিল করার পর থেকেই ক্ষেপে রয়েছে পাকিস্তান। পাকিস্তান ভারতের সাথে সব রকম চুক্তি বাতিল করেছেন। কাশ্মীরকে বিভিন্ন প্রকারে উত্তপ্ত করতে চাইছে পাকিস্তান।

Jammu and Kashmir A

এবার কাশ্মীরে জঙ্গি ঢুকানোর চেষ্টা করছে পাকিস্তান। জানা গিয়েছে, পাকিস্তান জঙ্গী গোষ্ঠী হিজবুল কে ব্যবহার করে কাশ্মীরের বিভিন্ন জায়গায় পোস্টারিং করেছে। বিভিন্ন এলাকায় ছড়িয়ে দেয়া হয়েছে সেই হুমকি লেখা পোস্টার গুলি।

প্রকাশিত হয় গোয়েন্দা রিপোর্ট থেকে এমনই তথ্য উঠে এলো। এর আগেই পাকিস্তানের তরফ থেকে পরমাণু যুদ্ধের ইঙ্গিত দেওয়া হয়েছিল। এই পোস্টার কান্ডে জঙ্গিদের সাথে যে পাকিস্তানের সরাসরি যোগাযোগ রয়েছে তা প্রমাণিত হয়।

ওই পোস্টারে পাকিস্তানের সেনাবাহিনীর প্রধান আসিফ গফুর এর ছবি রয়েছে। ওই পোস্টারে কারফিউর বিরুদ্ধেও প্রশ্ন করা হয়েছে। গত সপ্তাহে এরকম পোস্ট দিয়ে কাশ্মীরে দোকানপাট না খুলতে বলা হয়েছিল। যদিও এই পোস্টারিং এর ব্যাপার কে কেন্দ্র করে কোনরকম উত্তেজনা ছড়ায় নি। নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে কাশ্মীর।

সম্পর্কিত খবর