ফের কোণঠাসা পাকিস্তান! কাশ্মীর ইস্যুতে ভারতের পাশেই ভুটান

 

অমিত সরকার

 

সংবিধানের ৩৭০ ধারা বাতিল নিয়ে ভারতকে সমর্থন করল ভুটান। বিষয়টিকে গুরুত্ব দিতে নারাজ ভুটান। ভুটানের বিদেশমন্ত্রী তান্দি দর্জি বলেছেন, কাশ্মীরে ৩৭০ ধারা বাতিল সম্পূর্ণ ভারতের অভ্যন্তরীণ বিষয়।

কাশ্মীরের বিশেষ মর্যাদা-সংক্রান্ত ৩৭০ ধারা বাতিলের পর ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনায় নতুন মাত্রা যুক্ত হয়েছে।

Lotay Tshering

গত ৫ আগস্ট মোদী সরকার কাশ্মীরকে দেওয়া বিশেষ মর্যাদা বাতিল করে এবং কাশ্মীরকে দুই ভাগ করে কেন্দ্রের শাসনে নিয়ে আসার ঘোষণা দেয়।

জম্মু ও কাশ্মীর ভাগ নিয়ে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা যেন আর না বাড়ে, দু’দেশকে  সীমান্তে শান্তি বজায় রাখার আহ্বান জানান দর্জি। এছাড়া দ্বিপাক্ষিক আলোচনার উপর গুরুত্ব দিতে বলেন তিনি।

সম্পর্কিত খবর