কাশ্মীর : ভারতের কড়া নজরদারির কারনে এই মুহুর্তে সীমান্ত দিয়ে জঙ্গি অনুপ্রবেশ করতে পারছে না পাকিস্তান। ভারতে ঢোকা পাক জঙ্গির সংখ্যা গতবছর কমে দাঁড়িয়েছিল ১৩০-এ। এবছর তা এখনো পর্যন্ত ৩০. তবে পাকিস্তানের লক্ষ্য যে এখনো বদলায় নি তা বোঝা যাচ্ছে বার বার। সীমান্তের ওপারে এই মুহুর্তে ভারতে ঢোকার সুযোগ খুঁজছে কমপক্ষে ৩০০ জঙ্গি। তাদের অনুপ্রবেশের জন্য বিনাপ্ররোচনায় গোলাগুলি ছুঁড়ছে পাক সেনাবাহিনী।
পাশাপাশি, ভারতের বিচ্ছিন্নতাবাদীদের হাত শক্ত করতে অস্ত্র পাচারেরও চেষ্টা চালাচ্ছে পাকিস্তান। শনিবার উত্তর কাশ্মীরে কুপওয়ারা জেলার কেরেন সেক্টরে সেনা জওয়ানরা লক্ষ্য করেন দড়ি দিয়ে একটি টিউব ভাসিয়ে নিয়ে যাচ্ছেন কয়েকজন লোক। কিষেনগঙ্গা নদীতে এই টিউব ভাসতে দেখে সন্দেহ হয় জাওয়ানদের৷ তারা টিউবিটি তুলে আনেন ভিতরে ৪টি একে-৪৭ রাইফেল, ৮টি ম্যাগাজ়িন ও দু’টি থলিতে ২৪০টি গুলি উদ্ধার হয়৷
সম্প্রতি জম্মু কাশ্মীরের কুলগামে সেনা দুই জঙ্গিকে নিকেশ করেছে। যদিও এখনো পর্যন্ত মৃত দুই জঙ্গির পরিচয় জানা যায়নি। জম্মু কাশ্মীরের পুলিশ জানায় যে, কুলগামের চিনগাম এলাকায় সেনা আর জঙ্গিদের মধ্যে গুলির লড়াই হয়েছে।
জানিয়ে দিই, এর আগে জম্মু কাশ্মীরের পুলওয়ামা জেলার পম্পোরে সিআরপিএফ এর টিমের উপর জঙ্গিরা আচমকা হামলা করে দিয়েছিল। জঙ্গিদের এই হামলায় সেনার ২ জওয়ান প্রাণ হারিয়েছিলেন আর তিনজন আহত হয়েছিলেন। পম্পোরের কান্ধিজল ব্রিজে সিআরপিএফ ১১০ ব্যাটেলিয়ন আর জম্মু কাশ্মীর পুলিশের জওয়ান রোডে মোতায়েন ছিলেন, তখনই জঙ্গিরা সেনার উপর হামলা চালায়।