বাংলা হান্ট ডেস্ক: মাসখানেক আগে জম্মু-কাশ্মীরের কাঠুয়ার একটি স্কুলে ছাত্র-ছাত্রীদের মধ্যে এক অদ্ভুত উপসর্গ দেখা দিয়েছে। মাটিতে গড়াগড়ি খেয়ে কেঁদেই যাচ্ছে তারা। একের পর এক পড়ুয়া এই উপসর্গে আক্রান্ত স্বাস্থ্য দফতরে খবর দেওয়া হয়। কিন্তু এই ছাত্র-ছাত্রীদের কোনও শারীরিক সমস্যা চিহ্নিত করা যায়নি।
প্রসঙ্গত প্রথম শ্রেণীর দুই ছাত্র জানায় যে তাদের শরীর খারাপ লাগছে। তারপরই মাটিতে গড়াগড়ি থেয়ে কাঁদতে থাকে তারা। বাড়িতে খবর দেওয়া হলে অবাক হয়ে যান অভিভাবকরাও।
তারপর থেকে আরও বেশ কয়েকজন পড়ুয়া এই উপসর্গে আক্রান্ত হয়েছে। তবে এদের শরীরে কোনও সমস্যা নেই বলে জানিয়েছেন ডাক্তাররা। এই পড়ুয়াদের কাউন্সেলিং করা হচ্ছে।তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।