জম্মু কাশ্মীরে মসুলিম বহুল এলাকায় হিন্দুদের পুনর্বাসনের দ্বায়িত্ব নিচ্ছে বিজেপি

বাংলা হান্ট ডেস্কঃ ভারতীয় জনতা পার্টির মহাসচিব রাম মাধব (Ram Madhav) বলেন, কাশ্মীর উপত্যকায় মুসলিম বহুল এলাকা গুলোতে হিন্দুদের পুনর্বাসন করা হবে। ভারতীয় জনতা পার্টির মহাসচিব রাম মাধব বলেন, সরকার হিন্দুদের পুনর্বাসন এর প্রস্তুতি নিচ্ছে। দলের হাইকম্যান্ড থেকে এই প্রস্তাব মঞ্জুর হয়েছে।

rammadhav

   

একটি সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে রাম মাধব (Ram Madhav) বলেন, কাশ্মীরি হিন্দুদের কাশ্মীরি পণ্ডিত বলা হয়। ১৯৮৯ সালে কাশ্মীর উপত্যকায় নিরীহ হিন্দুদের উপরে অত্যাচার শুরু হয়। আর এই অত্যাচারের ফলে প্রায় দুই থেকে তিন লক্ষ হিন্দু কাশ্মীর ছেড়ে দেশের বিভিন্ন যায়গায় চলে যায়।

kp.

রাম মাধব বলেন, কাশ্মীরি পণ্ডিতদের তাঁদের ঘরে ফিরে যাওয়া তাঁদের মৌলিক অধিকার, আর এটার সন্মান ও করা হবে। তাঁদের পুনরায় কাশ্মীর উপত্যকায় তাঁদের অধিকার ফিরিয়ে দেওয়া হবে। শুধু তাঁদের পুনর্বাসনই না, তাঁদের সম্পূর্ণ সুরক্ষাও দেওয়া হবে। বিজেপির মহাসচিব রাম মাধব কাশ্মীরি পণ্ডিত ইস্যু নিয়ে জম্মু কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতির উপর হামলাও করেন।

রাম মাধব বলেন, জম্মু কাশ্মীরে বিজেপি – পিডিপি এর জোট সরকার হিন্দুদের জন্য আলাদা করে, অথবা বর্তমান বাসিন্দাদের সাথে টাউনশিপ বানানোর জন্য প্রস্তাব পেশ করেছিল, কিন্তু সেই প্রকল্পে কাজ করা হয়নি। এই প্রস্তাবে স্থানীয় রাজনৈতিক দল, মুসলিম নেতৃত্ব আর হিন্দুদের প্রতিনিধিত্ব করা সংগঠন গুলোর থেকে সমর্থন পাওয়া যায়নি।

সম্পর্কিত খবর