চিরতরে বন্ধ হলো হৃষিকেশ এর লক্ষণঝোলা

 

বাংলা হান্ট ডেস্ক: হৃষিকেশ বললেই পর্যটকদের চোখের সামনে ভেসে ওঠা সেই ঐতিহ্য বিদায় নিল।পর্যটকদের ভার বহনে অপারগ হওয়ায় বন্ধ হলো ১৯২৩ সালে নির্মিত ৯৬ বছরের ভারতীয় ঐতিহ্য হৃষিকেশ এর বিখ্যাত লক্ষনঝোলা। বিশেষজ্ঞদের মতে ভার বহন করতে পারছেনা এই ঝোলা,ফলে শুক্রবার থেকে সেতুর ওপর দিয়ে সমস্তরকম যান চলাচল সহ বন্ধ করে দেওয়া হল পর্যটকদের যাতায়াতও। সেতুটি আর সারানো ও সম্ভব নয় বলেছেন তারা।

উত্তরাখণ্ডের অতিরিক্ত মুখ্য সচিব ওম প্রকাশের বক্তব্য, “সেতুটির অধিকাংশ স্থানেই বয়সের ছাপ স্পষ্ট। যে কোনও সময় ঘটতে পারে বিপদ। আশঙ্কাজনক অবস্থা খতিয়ে দেখেই বিশেষজ্ঞদের একটি দলের পরামর্শেই বন্ধ করে দেওয়া হল লক্ষ্মণঝোলার পরিষেবা।

IMG 20190713 WA0029

সেতু খোলা রাখা বিপজ্জনক বুঝেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে প্রশাসনের তরফে। প্রশাসনিক কর্তৃপক্ষের কাছে একটি রিপোর্টে বিশেষজ্ঞরা সাফ জানিয়ে দিয়েছেন, “এই মুহূর্তে সেতু বন্ধ করে দেওয়া অত্যন্ত প্রয়োজন, তা না হলে যে কোনও সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে।”

সম্পর্কিত খবর