বাংলা হান্ট ডেস্ক: সম্প্রতি দেশজুড়ে মুক্তি পায় বিবেক অগ্নিহোত্রীর ছবি “দ্য কাশ্মীর ফাইলস”। আর তারপর থেকেই সমগ্র দেশেই রীতিমত সাড়া ফেলে দেয় ছবিটি। সাম্প্রতিককালে কোনো সিনেমাকে ঘিরে এমন উন্মাদনা কার্যত চোখে পড়েনি দর্শকদের। নয়ের দশকে কাশ্মীরি পণ্ডিতদের দুর্দশার কথা তুলে ধরা হয় ছবিটিতে। আর তারপর থেকেই কাশ্মীরি পন্ডিতদের ঘরে ফেরার প্রসঙ্গ বারংবার উপস্থাপিত হচ্ছে।
এমতাবস্থায়, কাশ্মীরি পন্ডিতরা খুব শীঘ্রই ঘরে ফিরতে পারবেন বলে আশ্বাস দিলেন স্বয়ং RSS প্রধান মোহন ভাগবত। রবিবার কাশ্মীরি নববর্ষ উপলক্ষ্যে সেখানকার পণ্ডিতদের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আলাপচারিতায় মোহন ভাগবত জানিয়েছেন, “আমার মনে হয় সেই দিন আর খুব বেশি দূরে নেই যেদিন কাশ্মীরি পণ্ডিতরা ঘরে ফিরে যাবেন। কাশ্মীরি পণ্ডিতরা এবার ঘরে ফিরলে আর তাঁদের উদ্বাস্তু হতে হবে না।”
এছাড়াও তিনি জানান, “কাশ্মীরি পণ্ডিতদের ঘরে ফেরা এখন শুধু সময়ের অপেক্ষা। আগামী বছরই নিজেদের ঘরে ফেরার সংকল্প নিতে হবে আপনাদের। আমাদের চেষ্টা করে যেতে হবে। সদিচ্ছা থাকলে কেউ নিজেদের ঘরে ফেরা থেকে আটকে রাখতে পারবে না।”
প্রসঙ্গত উল্লেখ্য, কাশ্মীরি পন্ডিতদের ওপরে চলা সেই ভয়াবহ সময়ের পর প্রায় ৩০ বছর অতিক্রান্ত হয়েছে। কিন্তু, এখনও স্বতঃস্ফূর্তভাবে ঘরে পৌঁছতে পারেননি কাশ্মীরি পন্ডিতরা। এমনকি, কাশ্মীরি পণ্ডিতদের পুনর্বাসনের জন্য উপযুক্ত পদক্ষেপও গ্রহণ করেনি সরকার। বর্তমানে ভূস্বর্গে এখন মাত্র তিন হাজারের মত কাশ্মীরি পণ্ডিত রয়েছেন।
এমতাবস্থায়, মোহন ভাগবত দৃপ্তকণ্ঠে জানিয়েছেন, “কাশ্মীরি পণ্ডিতরা ঘরে ফিরবেন। সেই সংকল্প নেওয়ার জন্য আর সময় নষ্ট করা উচিত নয়। আমাদের চেষ্টা চালিয়ে যেতে হবে। কাশ্মীর হল আমাদের। আমরা সেখানে ফিরে যাব দেশভক্ত হিসেবে, হিন্দু সন্তান হিসেবে। কেউ আমাদের সেখান থেকে আর তাড়িয়ে দিতে পারবে না।”
পাশাপাশি, সম্প্রতি মুক্তিপ্রাপ্ত সিনেমা “দ্য কাশ্মীর ফাইলস”-এর প্রসঙ্গ উল্লেখ করে তিনি জানিয়েছেন এই সিনেমায় তৎকালীন কাশ্মীরি পন্ডিতদের বেহাল অবস্থার কথা সবিস্তারে তুলে ধরা হয়েছে।