কাশ্মীরের মেয়েদের জন্য তৈরি হল ফুটবল ক্লাব, কট্টরতাকে দূরে সরিয়ে ডানা মেলে আকাশে উড়বে ওঁরাও

বাংলা হান্ট ডেস্ক: প্রতিদিনই মৃত্যু হাতছানি দেয় ওদের। রক্তমাখা রাস্তা দেখতে দেখতেই স্কুলের পথে হেঁটে যায় ওরা। স্বাভাবিক দিন শুরু যেখানে বিরল ফুটবল, ক্রিকেট তো সেখানে বিলাসিতাই!তা-ও কখনও কখনও এক-দু’জন করে কাশ্মীরের সেই বোমাগুলির মধ্যে থেকেই উঠে এসেছে ভারতীয় খেলার জগতে। ঠিক যেমনভাবে আফগানিস্তানের মাটিতে খেলে পেশাদার হয়ে ওঠার কথা ভাবতে ভাবতে অনেক নৃশংসতার মধ্যেও উঠে আসেন রশিদ খানেরা। যে ভাবে লড়াই করে টেস্ট খেলার স্বীকৃতি পায় আফগানিস্তান ক্রিকেট দল। সে ভাবেই কাশ্মীর থেকে মহিলারা পারিপার্শ্বিক পরিস্থিতির সঙ্গে সামাজিক বাধা কাটিয়ে ফুটবল দিয়ে কাশ্মীরের সাধারণ মানুষের মন জয় করার স্বপ্নও দেখছে।এই প্রচেষ্টায় তাঁদের সাহায্য করছে লোনস্টার কাশ্মীর এফসি(LoneStar Football Club)।

কাশ্মীরের প্রথম মহিলা ফুটবল কোচ নাদিয়া নিঘাত (Nadia Nighat) বলেন, “একজন মেয়ে ফুটবল খেলছে, কয়েক বছর আগেও কাশ্মীরে ভাবাই যেত না। বর্তমানে কাশ্মীরের বাসিন্দাদের মানসিকতা বদলে গিয়েছে। কন্যা সন্তানদের যথেষ্ট গুরুত্ব দেওয়া হচ্ছে। পরিবারের উৎসাহ পেয়ে এখন অনেক মেয়ে বদলে গিয়েছে। ওরা ফুটবল পায়ে মাঠে নেমে পড়ে।” এবার সেই পরিবর্তনের পালেই হাওয়া দিল লোনস্টার কাশ্মীর এফসি। শ্রীনগরে তারা তৈরি করল অল-গার্লস ফুটবল ক্লাব। অর্থাৎ এবার নানা ফুটবল টুর্নামেন্টে অংশ নিতে পারবে কাশ্মীরি মেয়েরা।

দেশের অন্যান্য প্রান্তে মহিলাদের ফুটবল দল থাকলেও কয়েক বছর আগে পর্যন্তও কাশ্মীরের মেয়েদের ফুটবল শেখার কোনও সুযোগ ছিল না। মেয়েদের মন থেকে সামাজিক বাধা কাটাতে এই ক্লাব তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়। রাজ্যের বিভিন্ন থেকে ট্রায়াল দিয়ে তুলে আনা হয়েছে বিভিন্ন বয়সের মেয়েদের। ক্লাবের সচিব ইমতিয়াজ আহমেদ খান বলেন, ২০১৯ সালে ক্লাবের অ্যাকাডেমি তৈরি হয়ে গিয়েছিল।রাজনৈতিক পরিস্থিতি ও কোভিড ১৯ অতিমারির কারণে তা বন্ধ করে দিতে হয়।সমস্ত বাধা কাটিয়ে কাটিয়ে উঠতে আমরা সক্ষম হয়েছি।


Udayan Biswas

সম্পর্কিত খবর