সবার সামনেই অক্ষয়কে ধাক্কা ক‍্যাটরিনার, ভাইরাল ভিডিও

বাংলাহান্ট ডেস্ক: খুব শীঘ্রই মুক্তি পেতে চলেছে সূর্যবংশী। রোহিত শেট্টির পরিচালনায় এই ছবিতে দেখা যাবে অক্ষয় কুমার, রণবীর সি‌ং ও অজয় দেবগণকে। এছাড়া এই ছবিতে রয়েছেন ক‍্যাটরিনা কাইফও। অক্ষয়ের স্ত্রীয়ের ভূমিকায় অভিনয় করছেন তিনি। সম্প্রতি প্রকাশ‍্যে এসেছে সেই ছবিরই ক‍্যামেরার নেপথ‍্যের একটি ভিডিও।

jpg 41
শুটিংয়ের ফাঁকে খেলায় মেতেছিলেন অক্ষয় ও ক‍্যাটরিনা। শুটিংয়ের পর সমুদ্র সৈকতে খেলতে দেখা গেল ক‍্যাটরিনাকে। ছবির পুরো টিম উপস্থিত ছিল সেখানে। টিমেরই এক মহিলার বিরুদ্ধে খেলতে দেখা গেল ক‍্যাটকে। খেলাটি হল একটি ওয়াকিটকি ছিনিয়ে নিতে হবে ক‍্যাটকে। প্রথমে তেমন সুবিধা করতে না পারলেও পরে ক‍্যাটই জিতে যান খেলাটি। পুরো খেলা চলাকালীনই ক‍্যাটকে নির্দেশ দিতে দেখা গেল অক্ষয়কে। কিন্তু শেষে ‘চিটিং’ করার জন‍্য তাঁকেই বকলেন অভিনেতা। আর এতেই রেগে আগুন ক‍্যাটরিনা।

https://www.instagram.com/p/B9YexuIhlez/

 

তবে দুজনের এই মিষ্টি খুনসুটি বেশ উপভোগ করেছেন নেটিজেনরা। ক‍্যাটরিনা নিজেই এই ভিডিওটি শেয়ার করেছেন নিজের ইনস্টা হ‍্যান্ডেলে। বলা বাহুল‍্য শেয়ার করার সঙ্গে সঙ্গেই ভাইরাল হয়ে গিয়েছে সোশ‍্যাল মিডিয়ায়।
প্রসঙ্গত, পরিচালক রোহিত শেট্টির ‘কপ ইউনিভার্স’ এর অন্তর্গত এই সূর্যবংশী ছবি। এই ছবিতে একসঙ্গে দেখা যাবে অক্ষয়, রণবীর ও অজয়কে। আগামী ২৪ মার্চ মুক্তি পাচ্ছে সূর্যবংশী।

Niranjana Nag

সম্পর্কিত খবর