সদস্য বাড়ছে বলিউডে, গুঞ্জন সত্যি করে অন্তঃসত্ত্বা হওয়ার খবর ক্যাটরিনার, কবে আসছে প্রথম সন্তান?

Published on:

Published on:

বাংলাহান্ট ডেস্ক : সত্যি হল জল্পনা। সমস্ত গুঞ্জনের অবসান ঘটিয়ে অবশেষে অন্তঃসত্ত্বা হওয়ার কথা ঘোষণা করলেন অভিনেত্রী ক্যাটরিনা কাইফ (Katrina Kaif)। সোশ্যাল মিডিয়ায় স্ফীতোদরের ছবি শেয়ার করে জীবনের এক নতুন অধ্যায় শুরুর কথা জানিয়েছেন তিনি। শুভেচ্ছা বার্তায় ভাসছে বলিউড।

প্রেগনেন্সির খবর ঘোষণা ক্যাটরিনার (Katrina Kaif)

এদিন সোশ্যাল মিডিয়ায় সাদা কালোয় একটি মিষ্টি ছবি শেয়ার করেন ক্যাটরিনা (Katrina Kaif)। ছবিতে স্পষ্ট তাঁর বেবি বাম্প। আলতো করে হাত দিয়ে স্ফীতোদরে হাত রেখেছেন স্বামী ভিকি কৌশল। হাসিমুখে সেদিকে তাকিয়ে রয়েছেন ক্যাটরিনা (Katrina Kaif)। ছবিটি শেয়ার করে তিনি লিখেছেন, ‘হৃদয় ভরা আনন্দ এবং  কৃতজ্ঞতা নিয়ে জীবনের শ্রেষ্ঠ অধ্যায় শুরু করতে চলেছি আমরা’।

Katrina Kaif announced pregnancy finally

শুভেচ্ছা বার্তা নেটিজেনদের: মুহূর্তের মধ্যে লাইকের বন্যা আর শুভেচ্ছা বার্তায় ভেসে গিয়েছে পোস্টটি। শুভেচ্ছা পাঠিয়েছেন সোনম কাপুর, নেহা ধুপিয়ারা। অনুরাগীরাও আদুরে শুভেচ্ছা বার্তায় ভরিয়েছেন তারকা দম্পতিকে। কয়েকজন আবার রসিকতা করে মেনশন করেছেন সলমন খানকেও।

আরও পড়ুন : দুর্যোগের কলকাতায় অব্যাহত মৃত্যু মিছিল, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জমা জলেই ভাসছে দেহ! চরমে ভোগান্তি

গুঞ্জন ছিল অনেক দিনের: গত কয়েক মাস ধরেই ক্যাটরিনার (Katrina Kaif) চর্চিত প্রেগনেন্সি নিয়ে জল্পনা ছিল তুঙ্গে। গত জুলাই মাসে পাপারাৎজির ক্যামেরাবন্দি হন ভিকি ক্যাটরিনা। সাদা ঢিলেঢালা পোশাকে ধরা দিয়েছিলেন অভিনেত্রী। মুখ ছিল মাস্কে ঢাকা। আলিবাগে বোটে ওঠার সময় স্ত্রীকে আগলে আগলে রাখতে দেখা গিয়েছিল ভিকিকে। তখনই গুঞ্জন শোনা গিয়েছিল, মা হতে চলেছেন ক্যাটরিনা (Katrina Kaif)। সম্প্রতি পরিবারের এক ঘনিষ্ঠ সূত্র দাবি করে, চলতি বছরেই অক্টোবরের শেষে কিংবা নভেম্বরের শুরুর দিকে সন্তানের জন্ম দিতে চলেছেন অভিনেত্রী (Katrina Kaif)।

আরও পড়ুন : পেঁয়াজ-মটন একসঙ্গে কষলেই বেরোবে আসল স্বাদ, চেখে দেখুন বাঙাল বাড়ির স্পেশ্যাল খাসির রেসিপি

প্রসঙ্গত, বলিউড ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় জুটি ভিকি ক্যাটরিনা। সেই ২০১৯ এ একটি চ্যাট শোতে মজাচ্ছলে অভিনেত্রীকে প্রোপোজ করেছিলেন ভিকি। দুজনে কখনও সম্পর্কের বিষয়টি স্বীকার না করলেও বিভিন্ন অনুষ্ঠানে একত্রে দেখা যেত তাঁদের। ২০২১ এর ডিসেম্বরে সাত পাকে বাঁধা পড়েন ভিকি ক্যাটরিনা। বিয়ের চার বছর পর আসছে তাঁদের প্রথম সন্তান।