অক্ষয়কে রাখি ভাই বানাতে চেয়েছিলেন ক‍্যাটরিনা, অভিনেত্রীকে থাপ্পড় মারার কথা বলেছিলেন খিলাড়ি কুমার

Published On:

বাংলাহান্ট ডেস্ক: অক্ষয় কুমার (akshay kumar) ও ক‍্যাটরিনা কাইফের (katrina kaif) জুটি বলিউডে বেশ জনপ্রিয়। দুজনে একত্রে একাধিক হিট ছবি উপহার দিয়েছেন সিনেপ্রেমীদের। খুব শীঘ্রই ‘সূর্যবংশী’ ছবিতেও দেখা যাবে তাঁদের। শোনা যাচ্ছে, স্বাধীনতা দিবসের সপ্তাহতেই মুক্তি পেতে চলেছে এই ছবি। তার আগে এক দারুন মজার ঘটনা সামনে এসেছে।

এই ঘটনা ২০১০ সালের, ‘তিস মার খান’ ছবির শুটিংয়ের সময়ের। তবে তার অনেক পরে ২০১৬ তে কফি উইথ করন শো তে এসে এই মজার কাহিনি শোনান ক‍্যাটরিনা। অভিনেত্রী জানান, ছবির একটি আইটেম নাম্বার ‘শীলা কি জওয়ানি’ গানের শুটিংয়ের সময় অক্ষয়কে রাখি বাঁধতে চেয়েছিলেন তিনি। ক‍্যাটরিনার ইচ্ছা ছিল অক্ষয় তাঁর রাখি ভাই হন। কিন্তু অক্ষয় কিছুতেই রাজি না হওয়াতে শেষমেষ অভিনেতা অর্জুন কাপুরকে রাখি ভাই বানাতে চান ক‍্যাট। কিন্তু তাতেও অসফল হন।


শোতে ওই ঘটনাটি বলতে গিয়ে ক‍্যাটরিনা বলেন, “ওখানে কেউ ছিল না। কেউ আমার দিকে নজরও দিচ্ছিল না। তারপর আমি একজনকে দরজার দিকে যেতে দেখি। ওই মানুষটাকে আমি খুব সম্মান করি। আমি ওঁকে বন্ধু মনে করি। আর আমার মনে হয় এতে খারাপ কিছু নেই। তাই আমি ওঁকে জিজ্ঞাসা করি, আমি কি আপনাকে রাখি বাঁধতে পারি? এর উত্তরে অক্ষয় বলেন, ক‍্যাটরিনা তুমি কি থাপ্পড় খেতে চাও?”


অভিনেত্রী আরো বলেন, “এরপর আমি রাতে আমার বন্ধুর পার্টিতে যাচ্ছিলাম। প্রত‍্যাখ‍্যাত হওয়ায় আমার মন ভেঙে গিয়েছিল। তখন আমি সামনে কাকে দেখলাম? অর্জুন কাপুর, খুব মিষ্টি আর ভাল একজন মানুষ। অর্জুনকে আমি বললাম, অর্জুন তুমি আমার রাখি ভাই হতে চলেছ। এটা শুনেই অর্জুন সেখান থেকে পালিয়ে যায়। পরের দিনও যখন আমি অর্জুনকে ধরার চেষ্টা করেছিলাম তখনো ও পালিয়ে গিয়েছিল।”

সম্পর্কিত খবর

X