করোনা আতঙ্কে গৃহবন্দি, বাধ‍্য হয়ে নিজেই বাসন মাজলেন ক‍্যাটরিনা

Published On:

বাংলাহান্ট ডেস্ক: বলিউডের প্রথম সারির অভিনেত্রীদের মধ্যে অন্যতম জনপ্রিয় তারকা হলেন ক্যাটরিনা কাইফ। একের পর এক ছবি উপহার দিয়েছেন তিনি সিনেপ্রেমীদের। অভিনয়ের পাশাপাশি নাচ ও শরীরচর্চার দিকেও ঝোঁক রয়েছে তাঁর। মাঝে মধ্যেই জিম করার নানা ভিডিও নিজের ইনস্টা হ্যান্ডেলে শেয়ার করেন তিনি। তবে এবার সারা বিশ্বে করোনার সংক্রমণের জন্য বহু তারকাই ঘরবন্দি হয়ে রয়েছেন। জমায়েত এড়িয়ে চলছেন।


ব‍্যতিক্রম নন ক‍্যাটও। করোনা সংক্রমণের ভয়ে বন্ধ জিম, স্টুডিও পাড়া থেকে রেস্তোরাঁ সবই। তাই বাধ‍্য হয়ে সব কাজ বাড়িতেই করতে হচ্ছে তাঁকে। এর আগে অ্যাপার্টমেন্টের ছাদে শরীরচর্চা করার ভিডিও শেয়ার করেছিলেন ক‍্যাটরিনা। এবার তাঁকে দেখা গেল সম্পূর্ণ অন‍্য অবতারে। কোমর বেঁধে বাসন মাজতে দেখা গেল অভিনেত্রীকে। সামাজিক দূরত্ব বজায় রাখা ও সুরক্ষার কথা ভেবে পরিচারিকাকে ছুটি দিয়েছেন ক‍্যাট। তাই এবার নিজেই যাবতীয় কাজের দায়িত্ব তুলে নিয়েছেন নিজের কাঁধে।
ভিডিওতে দেখা যাচ্ছে বাড়ির রান্নাঘরে দাঁড়িয়ে বাসন মাজছেন অভিনেত্রী। সেই সঙ্গে কীভাবে নিজের কাজ নিজেই করতে হয় সেই শিক্ষাও দিয়েছেন তিনি। ভিডিওর ক‍্যাপশনে ক‍্যাট লিখেছেন, ‘এই সময়েই বোঝা যায় সত‍্যিই কত মানুষ থাকেন বাড়িতে সাহায‍্য করার জন‍্য’।

https://www.instagram.com/p/B-FEZmEBq73/?igshid=scnkfnw0r61v

বলা বাহুল‍্য, ভিডিওটি শেয়ার করার সঙ্গে সঙ্গেই ভাইরাল হয়ে গিয়েছে নেটদুনিয়ায়। নেটিজেনরা প্রশংসায় ভরিয়ে দিয়েছেন ক‍্যাটরিনাকে। তারকা হয়েও যে মানবিকতা ভুলে যাননি তিনি তার জন‍্য প্রচুর বাহবা পেয়েছেন অভিনেত্রী। তবে শুধু বাসন মাজাই নয়। গৃহবন্দি হয়ে গিটার বাজাতেও দেখা গিয়েছে তাঁকে।

https://www.instagram.com/p/B94W_VznY1Y/?igshid=1gohclaggksfh

এর আগে অ্যাপার্টমেন্টের ছাদেই শরীরচর্চা করতে শুরু করেছিলেন ক‍্যাটরিনা। সঙ্গে ছিলেন তাঁর জিম ট্রেনার। দুজনে একসঙ্গে মিলে জিম করতে দেখা গিয়েছিল তাঁদের। একের পর এক বেশ কয়েকটি শরীরচর্চার ভিডিও শেয়ার করেছিলেন ক্যাটরিনা।

X