Ekchokho.com 🇮🇳

বিস্ফোরণের তাণ্ডবে কেঁপে উঠল রাজোয়া! ছিন্নভিন্ন দেহ, তীব্র চাঞ্চল্য কাটোয়ায়

Published on:

Published on:

Katwa Blast Kills One

বাংলা হান্ট ডেস্কঃ পূর্ব বর্ধমানের কাটোয়ার রাজোয়া গ্রামে শুক্রবার রাত ছিল মৃত্যুর মতো। রাত ন’টা নাগাদ হঠাৎ দু’দফা তীব্র বিস্ফোরণে (Katwa Bomb Blast) কেঁপে ওঠে গোটা এলাকা। আতঙ্কে ঘর ছেড়ে রাস্তায় নেমে আসেন গ্রামবাসীরা। বিস্ফোরণের (Explosion) অভিঘাতে এক বাড়ির ছাদ উড়ে যায়, ভেঙে পড়ে দেওয়াল। ঘটনাস্থল থেকে উদ্ধার হয় একটি অজ্ঞাত পরিচয়ের দেহ, যা এতটাই ক্ষতবিক্ষত যে, তাৎক্ষণিকভাবে শনাক্ত করা যায়নি। একই বাড়ি থেকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার হন আরও একজন। স্থানীয়দের দাবি, তাঁর নাম তুফান চৌধুরী। তাঁকে প্রথমে কটোরিয়া হাসপাতাল, পরে বর্ধমান মেডিক্যালে স্থানান্তর করা হয়।

বাড়ির ভিতরেই চলছিল বোমা বাঁধার কাজ?

পুলিশের প্রাথমিক অনুমান, ওই বাড়িতে বোমা তৈরি হচ্ছিল। সেই সময়েই ঘটে বিস্ফোরণ। এলাকাবাসীর দাবি, তুফান বাইরে থেকে কিছু দুষ্কৃতীকে এনে কাজ করাচ্ছিলেন। মৃত ব্যক্তি তাঁদেরই কেউ হতে পারেন। ঘটনাস্থল থেকে বেশ কিছু বিস্ফোরক দ্রব্য ও তাজা বোমার সামগ্রী উদ্ধার হয়েছে।প্রত্যক্ষদর্শীদের মতে, বিস্ফোরণের তীব্রতায় বাড়ির জানালা-দরজাও কেঁপে উঠেছিল। কালো ধোঁয়ার ঘনঘটায় ঢেকে যায় এলাকা। পুলিশ ও ফরেনসিক বিশেষজ্ঞরা ঘটনাস্থলে গিয়ে প্রমাণ সংগ্রহ শুরু করেছেন। দেহটি ময়নাতদন্তে পাঠানো হয়েছে।

আরও পরুনঃ মানিকচকের নাবালিকা ধর্ষণে প্রথম সাজা, তৃণমূল নেতার যাবজ্জীবন কারাদণ্ড ঘোষণা করল মালদার আদালত

Katwa Blast Kills One

তুফানের রাজনৈতিক যোগ? খতিয়ে দেখছে পুলিশ

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এই বিস্ফোরণের পেছনে কারা রয়েছে, কোথা থেকে এল বিস্ফোরক, তুফানের কোনও রাজনৈতিক যোগাযোগ রয়েছে কি না — সবই খতিয়ে দেখা হচ্ছে। চলছে স্থানীয়দের জিজ্ঞাসাবাদ।