Kaushik Ganguly: প্রতিবাদে সামিল শিশুও, ‘তোমাদের জন্যই সোনা মেয়ে’, আগামী প্রজন্মকে বার্তা কৌশিকের

বাংলাহান্ট ডেস্ক : নির্যাতিতার বিচারের দাবিতে পথে নেমে বিশেষ বার্তা দিলেন কৌশিক গঙ্গোপাধ্যায় (Kaushik Ganguly)। আরজিকর কাণ্ডের প্রতিবাদ অবিচ্ছিন্ন ভাবে চলছে প্রতিবাদ। সোশ্যাল মিডিয়ায় সুর চড়ানো থেকে রাজপথে নেমে রাত দখল, মানববন্ধনের আয়োজন করছেন রাজ্যের মানুষ। কলকাতার পাশাপাশি বিভিন্ন জেলা থেকে শোনা যাচ্ছে প্রতিবাদের সুর। সাধারণ মানুষের সঙ্গে পা মিলিয়ে পথে নামছেন তারকারাও। ২ রা সেপ্টেম্বর যখন জুনিয়র ডাক্তাররা লালবাজার অভিযানে রাজপথে নামেন, তখন যাদবপুর ৮ বি এর সামনে প্রতিবাদ মিছিলে অংশ নিয়েছিলেন পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়ও (Kaushik Ganguly)। সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী এবং পুত্র।

বিচারের দাবিতে পথে কৌশিক গঙ্গোপাধ্যায় (Kaushik Ganguly)

এদিন যাদবপুর ৮ বি এর জমায়েতে তারকারা যেমন ছিলেন, তেমনি উপস্থিত ছিলেন অসংখ্য সাধারণ মানুষ। বিভিন্ন বয়সের মানুষ নারী পুরুষ নির্বিশেষে একত্রিত হয়ে সুর চড়ান নির্যাতিতার জন্য বিচারের দাবিতে। সেই প্রতিবাদ জমায়েতেই উপস্থিত হয়েছিল এক খুদেও। চারিদিকে ‘জাস্টিস ফর আরজিকর’ এর স্লোগান। অভিভাবকের কাঁধে চেপে খুদেও অবাক চোখে দেখতে ব্যস্ত এই প্রতিবাদ। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন কৌশিক গঙ্গোপাধ্যায় (Kaushik Ganguly)। সঙ্গে দিয়েছেন এক বিশেষ বার্তা।

আরো পড়ুন : Indian Army: ভারতীয় সেনাকে ঢেলে সাজাতে ১.৪৫ লক্ষ কোটি টাকা বরাদ্দ, মঞ্জুর ১০ প্রস্তাব

মিছিল থেকে বিশেষ বার্তা পরিচালকের

কৌশিক গঙ্গোপাধ্যায় (Kaushik Ganguly) লিখেছেন, ‘সবাই দিন রাত এক করে হাঁটছে, গাইছে, আঁকছে, শ্লোগান দিচ্ছে তোমাদের জন্যই সোনা মেয়ে। প্রতিবাদের সুরের শব্দে বড় হয়ে ওঠো আমাদের এই শহরেই! আমরা যেন তোমায় আরো সুরক্ষিত একটা নাগরিক জীবন দিয়ে যেতে পারি।’ ভিডিওটি ভাইরাল হতেই নানান মন্তব্য করেছেন নেটিজেনরা। অনেকেই মন্তব্য করেছেন, বর্তমান পরিস্থিতি ভয় ধরাচ্ছে, চিন্তা ধরাচ্ছে মনে। এই নিষ্পাপ শিশু মুখের দিকে তাকিয়ে মনে প্রশ্ন আসছে, এই সমাজ কি আদৌ তাদের জন্য সুরক্ষিত? যারা সমাজ ব্যবস্থার মাথার উপরে বসে রয়েছেন তারা ঠিক না হলে এই সমাজ ব্যবস্থার উন্নতি হবে না।

আরো পড়ুন : China: ভারতকে রুখতে বড় চাল চিনের, iPhone 16 এর লঞ্চ নিয়ে বিরাট সিদ্ধান্ত জিনপিং প্রশাসনের

প্রতিবাদে সামিল শিশুরাও

১৪ ই অগাস্ট ‘রাত দখল’ এর কর্মসূচি জন্ম দিয়েছিল এক নতুন কলকাতার। এদিনে মধ্যরাতে রাস্তায় নেমে এসেছিল শহর কলকাতা সহ সমস্ত রাজ্যের মানুষ। দেশের বিভিন্ন প্রান্তে, এমনকি বিদেশেও রাজপথে নেমেছিলেন মানুষ। এদিন থেকেই বড়দের সঙ্গে রাস্তায় নামতে দেখা গিয়েছে খুদেদের। বড়দের দেখাদেখি তাদের গলায়ও ‘জাস্টিস ফর আরজিকর’ এর সুর। পরিস্থিতির ভয়াবহতা শিশুমনে দাগ কাটতে না পারলেও এই প্রতিবাদের চিত্র নিশ্চয়ই মনে গেঁথে থাকবে তাদের।

Kaushik Ganguly

প্রসঙ্গত, ৯ ই অগাস্ট ওই পাশবিক ঘটনার পর কেটেছে অনেকগুলি দিন। মামলার তদন্ত হস্তান্তরিত হয়েছে সিবিআইয়ের কাছে। দুর্নীতির দায়ে গ্রেফতার হয়েছেন আরজিকর এর প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। সঠিক বিচারের দাবিতে এখনো আশায় বুক বেঁধে পথে নামছেন মানুষ।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর