KBC : কেবিসিতে রবিঠাকুরকে নিয়ে ২৫ লক্ষ টাকার প্রশ্ন, চমকে দেবে উত্তর

বাংলাহান্ট ডেস্ক : হিন্দি নন ফিকশন শো গুলির মধ্যে ‘কউন বনেগা ক্রোড়পতি’ বা কেবিসি (KBC)। দীর্ঘ সময় ধরে হিন্দি টেলিভিশন চলে আসছে এই শো। এই লম্বা সময়ের মধ্যে একাধিকবার বদল হয়েছে কেবিসি (KBC) সঞ্চালক। তবে অন্য সকলকে পেছনে ফেলে সবথেকে জনপ্রিয়তা এবং ভালোবাসা কুড়িয়েছেন অমিতাভ বচ্চন।

সম্প্রচারিত হল কেবিসির (KBC) অন্তিম পর্ব

অগাস্ট মাসেই শুরু হয়েছিল কেবিসির (KBC) নতুন সিজন। দেখতে দেখতে তা শেষের পথেও। সম্প্রতি কেবিসির (KBC) ১৬ তম সিজনের শেষ পর্ব সম্প্রচারিত হয় টেলিভিশনে। এদিনের পর্ব শুরু হয় দিল্লির সতনাম সিংকে নিয়ে। পেশায় ক্যাব চালক সতনাম অমিতাভের সামনে হট সিটে বসলেও বড় অঙ্কের টাকা জিততে ব্যর্থ হন। ৪০ হাজার টাকার প্রশ্নের ভুল উত্তর দিয়ে মাত্র ১০ হাজার টাকা নিয়েই শো ছাড়তে বাধ্য হন তিনি।

আরো পড়ুন : Rudranil Ghosh: যাঁরা সন্দীপ ঘোষকে বাঁচানোর চেষ্টা করেছেন তাঁদেরও গ্রেফতার করা হোক: রুদ্রনীল ঘোষ

উপবাস নিয়েই কেবিসি খেলতে আসেন প্রতিযোগী

সতনামের পর খেলতে আসেন পঞ্জাবের মোগার শ্রীম শর্মা। নিজের বাবার কাছে জ্যোতিষ শাস্ত্র শিখছেন তিনি। অমিতাভকে শ্রীম জানান, গত ৩ রা মে গ্রাউন্ড অডিশনের জন্য ডাক পেয়েছিলেন তিনি। তারপর থেকে দীর্ঘ ৯৭ দিন ধরে উপোস করে রয়েছেন তিনি। এই সময়টায় শুধুমাত্র ফল খেয়ে রয়েছেন তিনি। একথা শুনেই কেবিসি (KBC) মঞ্চে তাঁর উপবাস ভাঙার জন্য রসমালাই আনিয়ে তা নিজে হাতে পরিবেশন করেন বিগ বি।

আরো পড়ুন : Kaushik Ganguly: প্রতিবাদে সামিল শিশুও, ‘তোমাদের জন্যই সোনা মেয়ে’, আগামী প্রজন্মকে বার্তা কৌশিকের

রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে ২৫ লক্ষ টাকার প্রশ্ন

খেলা চলাকালীন ২৫ লক্ষ টাকার প্রশ্নের সম্মুখীন হন শ্রীম। তাঁকে জিজ্ঞাসা করা হয়েছিল, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের শতবার্ষিকী উদযাপনের সময় এই স্থানগুলির মধ্যে কোনটির নাম একদিনের জন্য বদলে ঠাকুর স্কোয়ার রাখা হয়েছিল। তবে এই প্রশ্নের উত্তর দেওয়ার ঝুঁকি নেননি শ্রীম। ১২ লক্ষ ৫০ হাজার টাকা নিয়েই শো কুইট করেন তিনি।

KBC

তবে যে প্রশ্নটির উত্তর শ্রীম দিতে পারেননি, সেই প্রশ্নের উত্তর কী জানেন? রবীন্দ্রনাথ ঠাকুরের শতবার্ষিকী উদযাপনের জন্য একদিনের জন্য কোন বিখ্যাত জায়গার নাম বদলে ঠাকুর স্কোয়ার করা হয়েছিল। এর উত্তর হল নিউ ইয়র্কের বিখ্যাত টাইমস স্কোয়ার।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর