আরও সহজে পৌঁছনো যাবে কেদারনাথ! রোপওয়ের পর এবার সুড়ঙ্গপথ, কী পরিকল্পনা কেন্দ্রের?

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক: কেদারনাথ (Kedarnath) তীর্থযাত্রাকে আরও সহজ, নিরাপদ ও সুগম করতে বড় ধরনের পরিকাঠামো প্রকল্প হাতে নিয়েছে কেন্দ্রীয় সরকার। সোনপ্রয়াগ থেকে কেদারনাথ পর্যন্ত ১২.৯ কিলোমিটার দীর্ঘ রোপওয়ে নির্মাণের পর এবার প্রায় ৭ কিলোমিটার দৈর্ঘ্যের একটি সুড়ঙ্গপথ তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সুড়ঙ্গটি কালীমঠ উপত্যকার চৌমাসি এলাকাকে সরাসরি সোনপ্রয়াগের সঙ্গে যুক্ত করবে। মূলত ক্রমবর্ধমান যাত্রীচাপ সামাল দিতে এবং পাহাড়ি এই রুটটিকে ভূমিধস ও অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি থেকে মুক্ত করতেই এই উদ্যোগ।

আরও সহজে পৌঁছনো যাবে কেদারনাথ (Kedarnath)!

প্রতি বছর কেদারনাথ ধামে ভক্তদের সংখ্যা ব্যাপক হারে বাড়ছে, যা পুরনো যাতায়াত ব্যবস্থার ওপর চাপ সৃষ্টি করছে। এই চাহিদা মেটাতে এবং যাত্রাকে নিরবিচ্ছিন্ন রাখতেই আধুনিক পরিকাঠামো গড়ে তুলতে জোর দিচ্ছে সরকার। সূত্রে জানা গেছে, সুড়ঙ্গপথটিতে যাওয়া ও আসার জন্য আলাদা দুটি লেন থাকবে, যা সোনপ্রয়াগে পৌঁছানোর একটি বিকল্প ও নিরাপদ সংযোগ সড়ক হিসেবে কাজ করবে। ভূতাত্ত্বিক অস্থিরতা ও অতীতের দুর্ঘটনার কথা বিবেচনা করে সুড়ঙ্গের ভেতরেই জরুরি নিষ্ক্রমণ পথ রাখার পরিকল্পনা রয়েছে, যাতে ভূমিধস বা অতি বৃষ্টির সময় দ্রুত সরানো সম্ভব হয়।

আরও পড়ুন: পিছিয়ে পড়ল চিনও! বিশ্বের শীর্ষ চাল উৎপাদক দেশ হয়ে উঠল ভারত, চমকে দেবে পরিসংখ্যান

উল্লেখ্য, আদানি গোষ্ঠী ৪,৮১১ কোটি টাকা ব্যয়ে রোপওয়ে প্রকল্পটি বাস্তবায়নের দায়িত্ব পেয়েছে। পুরো প্রকল্পটি শেষ হতে সময় লাগবে আনুমানিক ছয় বছর। রোপওয়ের সঙ্গে এই সুড়ঙ্গপথ সংযুক্ত হলে যাত্রাপথ পুরোপুরি মসৃণ ও দ্রুততর হবে বলে আশা করা হচ্ছে। কেন্দ্রের দাবি, প্রকল্প বাস্তবায়িত হলে কেদারনাথ যাত্রায় সময়, শারীরিক কষ্ট এবং প্রাকৃতিক ঝুঁকি—তিনটিই উল্লেখযোগ্যভাবে কমে আসবে।

অমরনাথের পর কেদারনাথ যাত্রাকে ভারতের অন্যতম কঠিন তীর্থযাত্রা হিসেবে গণ্য করা হয়। যদিও গত কয়েক দশকে রাস্তাঘাটের উন্নতি হয়েছে, তবুও গৌরীকুণ্ড থেকে কেদারনাথ মন্দির পর্যন্ত ১৬ কিলোমিটার পাহাড়ি পথ পায়ে হেঁটে, ঘোড়ায় বা পালকিতে পার হতে হয়। সোনপ্রয়াগ থেকে গৌরীকুণ্ড পর্যন্ত প্রায় ৫ কিলোমিটার সড়কপথে গাড়ি চললেও, বাকি পথ এখনও প্রচুর পরিশ্রমসাধ্য, বিশেষ করে বয়স্ক ও শারীরিকভাবে সীমিত ক্ষমতাসম্পন্ন যাত্রীদের জন্য।

Kedarnath will now be easier to reach!

আরও পড়ুন: একের পর এক চমক! নতুন বছরে দুর্দান্ত প্ল্যান নিয়ে হাজির LIC, সস্তায় চালু হবে বন্ধ হওয়া পলিসিও

নতুন এই রোপওয়ে ও সুড়ঙ্গপথ চালু হলে যাত্রার বর্তমান চিত্র সম্পূর্ণ বদলে যাবে। বর্তমানে গৌরীকুণ্ড থেকে কেদারনাথ পৌঁছাতে ৮ থেকে ৯ ঘণ্টা সময় লাগলেও, রোপওয়ের মাধ্যমে এই যাত্রা সম্পন্ন হবে মাত্র ৩৬ মিনিটে। এটি বিশেষ করে প্রবীণ, অসুস্থ ও দিব্যাঙ্গ ভক্তদের জন্য যাত্রাকে অত্যন্ত সহজ করে দেবে। সরকারের আশা, এই উদ্যোগ কেদারনাথ ধামের যাত্রাকে আরও অন্তর্ভুক্তিমূলক, নিরাপদ ও সার্বজনীন করে তুলবে এবং তীর্থকেন্দ্র হিসেবে এর গুরুত্ব ও প্রবেশগম্যতা বাড়াবে।