বাংলা হান্ট ডেস্ক : গত সপ্তাহের বুধবার হায়দরাবাদের এক মহিলা পশু চিকিত্সককে নৃশংসভাবে ধর্ষণ ও খুন করা হয়েছে, এই ঘটনা নিয়েই কার্যত তোলপাড় শুরু হয়েছে গোটা দেশে। এই ঘটনা গোটা দেশবাসীকে চমকে দিয়েছে। দেশের মানুষ জন ওই তরুণী চিকিত্সকের ধর্ষণ এবং খুনের জন্য অপরাধীদের উপযুক্ত শাস্তি দাবি করেছেন। সামাজিক মাধ্যম জুড়ে শুধুই প্রতিবাদ আর শাস্তির দাবি উঠেছে।
সম্প্রতি সমাজবাদী পার্টির এক সাংসদ অপরাধীদের জনসমক্ষে ফাঁসি দেওয়ার দাবি তুলেছিলেন একইসঙ্গে বিজেপি ও তৃণমূল কংগ্রেসের সাংসদরা জনসমক্ষে ধর্ষকদের ফাঁসির দাবি তুলেছেন। কিন্তু এরই মধ্যে এক জনপ্রিয় চলচ্চিত্র নির্মাতা মহিলাদের নিজেদের সঙ্গে কন্ডোম রাখা উচিত বলে ফেসবুকে পোস্ট লিখেছেন।
Ideas going around.
Some of this content is in Telugu. Basically the ideas these men have given is – cooperate and offer condoms to prevent murder after rape, women’s organizations are the reason for rape.
Rape is not heinous, murder is. pic.twitter.com/2eqhrQA02T— Chinmayi Sripaada (@Chinmayi) December 3, 2019
চলচ্চিত্র নির্মাতা ড্যানিয়েল শ্রাবণ ফেসবুকে ধর্ষণকারীদের নিষ্পত্তি করার জন্য সব সময় একটি কন্ডোম রাখার কথা বলেন। ড্যানিয়েলের এই মন্তব্য ঘিরেই কার্যত তোলপাড় শুরু হয়েছে যদিও পরবর্তীকালে ফেসবুক থেকে সেই মন্তব্য মুছে ফেলা হয়। যদিও তিনি এখানেই থেমে থাকেননি, ধর্ষণ কখনোই কোনো গুরুতর বিষয় নয় কিন্তু খুন করা অপ্রাসঙ্গিক, পাশাপাশি তিনি আরও লেখেন যারা ধর্ষণ করে খুন করেন তাদের জন্য অবশ্যই কঠোর শাস্তি দেওয়া উচিত, যদি না তারা শুধুমাত্র ধর্ষণ করে ছেড়ে দেয়।
যদিও এখানেই থেমে থাকেন নাই কয়েক কদম এগিয়ে সমাজ এবং মহিলা সংস্থাগুলিকে প্রধান কালপ্রিট বলে উল্লেখ করেন। তবে এই মন্তব্যের পর তিনি নতুন একটি পোস্ট করে ক্ষমা আছে নেন। কিন্তু ড্যানিয়েলের এই পোস্ট ঘিরে ব্যাপক নিন্দার ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায়। অনেকেই তাঁর চিকিত্সার প্রয়োজন রয়েছে বলে মন্তব্য করেছেন।