বাংলাহান্ট ডেস্কঃ আগামী বৃহস্পতিবার রাজ্যের ৪ জেলায় ৩০ টি আসনে দ্বিতীয় দফায় ভোট গ্রহণ (2nd Phase Assembly Poll) । সেই মত আজ নির্বাচনী প্রচারে আদাজল খেয়ে ঝাঁপিয়ে পড়েছে সবদলই। তবে এবারের ভোটের ‘হটস্পট’ হিসাবে পরিচিত নন্দীগ্রামেও ভোট গ্রহণ ১ এপ্রিল। তাই শেষ লগ্নের প্রচারে এক ইঞ্চি ফাঁকা রাখতে নারাজ কোনও দলই। ইতিমধ্যেই নন্দীগ্রামের তৃণমূল প্রার্থী মুখ্যমন্ত্রী মমতা রেয়াপাড়ায় ভাড়া বাড়িতে থেকে নিজ কেন্দ্রের সর্বত্র প্রচার চলিয়ে যাচ্ছেন।
আজ অন্তিম লগ্নে মুখ্যমন্ত্রী মমতা (Mamata Banerjee) বিজেপি (BJP) ও কেন্দ্রীয় বাহিনীকে (Central Force) লাগাতার আক্রমন শানিয়ে চলেছেন। এদিন নন্দীগ্রামের (Nandigram) সোনাচুড়ার জনসভা (Election Campaign) থেকে গেরুয়া শিবিরকে একহাত নেওয়ার পাশাপাশি নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুললেন তিনি। মমতা বলেন, ‘নির্বাচন কমিশনের অধীনে থাকা পুলিশ এখন অত্যাচার করছে, এমনকি নির্বাচন কমিশনকে দালালি না করার নিদানও দেন তিনি।’
এদিন নন্দীগ্রামের জনগনকে মমতা বলেন, ‘আগামী ৪৮ ঘন্টা মাথাটা একটু শান্ত রাখুন, ভোটটা মিটুক, তারপর পান্ডাদের সব অধিকার কিভাবে কাড়তে হয়, তা বাংলার মানুষ জানে’। এমনকি নন্দীগ্রামকে মডেল নন্দীগ্রাম বানানোর প্রতিশ্রুতিও দেন মমতা। শিল্প তৈরি করে ওখানে ৫০ হাজার চাকরির পাশাপাশি ব্রীজ বানানোর কথা জানান তিনি।
উল্লেখ্য, নন্দীগ্রামের বিজেপি প্রার্থী তথা একসময়ের মমতার নন্দীগ্রামের সেনাপতি ‘ভূমিপুত্র’ শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) সমর্থনে আজ রোড শো (Road Show) করেন অমিত শাহ। রোড শো শেষে সাংবাদিক বৈঠকে তিনি (Amit Shah) দাবি করেন, ‘রোড শো-তে মানুষের যা উৎসাহ দেখতে পেয়েছি, তা থেকে নিশ্চিত যে বিশাল মার্জিনে শুভেন্দু অধিকারীই জিতবে। সবার একটাই কথা, গোটা বাংলাতে পরিবর্তন করতে হবে। নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাতে পারলে গোটা বাংলায় পরিবর্তন হবে।’ সবমিলিয়ে নন্দীগ্রামে শেষ বেলায় নির্বাচনী প্রচার হয়ে উঠেছে সরগরম।