আপনিও কি গাড়িতে এইভাবে হ্যান্ডব্রেক ব্যবহার করেন? এখনই সতর্ক না হলে হবে বড়সড় ক্ষতি

বাংলা হান্ট ডেস্ক: গাড়ি পার্কিং করার সময়ে অধিকাংশজনই হ্যান্ডব্রেকের (Handbrake) ব্যবহার করেন। পাশাপাশি, এটাই সবচেয়ে নিরাপদ পদ্ধতি হিসেবে বিবেচিত হয়। কিন্তু আপনি কি জানেন, যে এই পদ্ধতিটি কখনও কখনও আপনার গাড়ির জন্য ক্ষতিকারক এবং ব্যয়বহুল প্রমাণিত হতে পারে? মূলত, যখনই কেউ তাঁর গাড়ি দীর্ঘ সময়ের জন্য অর্থাৎ ১ বা ২ মাসের জন্য পার্ক করে রাখেন সেক্ষেত্রেও হ্যান্ডব্রেকের ব্যবহার করা হয়। এর ফলে গাড়িটির সামনে-পেছনে চলাচল করা কঠিন হয় এবং সেটি তার নির্দিষ্ট জায়গায় নিরাপদ ভাবে দাঁড়িয়ে থাকে। তবে, এখন প্রশ্ন উঠছে যে হ্যান্ডব্রেক লাগানো কতটা ক্ষতিকর হতে পারে? এই প্রশ্নের উত্তরের জন্য, প্রথমে আমাদের বুঝতে হবে কিভাবে হ্যান্ডব্রেক কাজ করে।

হ্যান্ডব্রেকের মেকানিজম: আপনি যখনই গাড়ির হ্যান্ডব্রেক ব্যবহার করেন তখন এটি প্রায় সমস্ত গাড়ির ক্ষেত্রেই পেছনের চাকাকে জ্যাম করে দেয়। এটি ৮০ শতাংশ গাড়ির ক্ষেত্রে একটি ওয়ার বেসড সিস্টেম। আপনি যখন হ্যান্ডব্রেক ব্যবহার করছেন, তখন তারের টানে পিছনের চাকার ড্রাম ব্রেকের প্যাডগুলি তাদের অবস্থান গ্রহণ করে এবং চাকাগুলিকে জ্যাম করে দেয়। যেসমস্ত গাড়ির পেছনে ডিস্ক ব্রেক থাকে, সেগুলির ক্ষেত্রেও একইভাবে চাকা জ্যাম করা হয়।

কিভাবে হয় ক্ষতি: হ্যান্ডব্রেক টেনে দীর্ঘক্ষণ গাড়ি পার্কিং করলে ব্রেক প্যাড কখনও কখনও ড্রামের সাথে লেগে থাকে। এমনকি, সেগুলিকে তাদের আগের অবস্থানে ফিরিয়ে আনাও সম্ভব হয় না। পাশাপাশি, এই ঘটনা বারবার ঘটতে থাকে। যার ফলে শেষপর্যন্ত ব্রেক প্যাড প্রতিস্থাপন করতে হয় এবং ড্রামও বদলাতে হতে পারে।

বড় ক্ষতির সম্ভাবনা: এদিকে, যখন আপনি আপনার গাড়িটিকে চালানোর জন্য হ্যান্ডব্রেকটি সরিয়ে দেন তখন ক্লাস্টারের হ্যান্ডব্রেক লাইটটি নিভে গেলেও প্যাডগুলি ড্রামের সাথে আটকে থেকে যাওয়া অবস্থায় দীর্ঘক্ষণ গাড়ি চালালে ৩ টি প্রধান অসুবিধা হতে পারে। সেগুলি হল:

১. প্রথম এবং সবচেয়ে বড় ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে ইঞ্জিনের। ক্রমাগত ব্রেক প্রয়োগের কারণে ইঞ্জিন অতিরিক্ত গরম হয়ে যায় এবং এই অবস্থায় গাড়ি চলতে থাকে। এর ফলে সরাসরি ক্ষতিগ্রস্ত হয় পিস্টন এবং রিংগুলি। যার ফলে লক্ষ লক্ষ টাকার ইঞ্জিন ক্ষতির সম্মুখীন হতে পারে।

২. দ্বিতীয় বড় অসুবিধা হল ব্রেক সিস্টেমটি প্রতিস্থাপন করতে হতে পারে। ব্রেক লেগে থাকা অবস্থায় গাড়ি চালালে ড্রাম এবং প্যাড সহ পুরো হ্যান্ডব্রেক অ্যাসেম্বলি ক্ষতিগ্রস্ত হতে পারে। যার ফলে এটিও একটি বড় খরচ করিয়ে দিতে পারে।

৩. তৃতীয় অসুবিধাটি টায়ারের ওপর পড়তে পারে। ব্রেক লেগে থাকা অবস্থায় ড্রাইভিং করলে টায়ারে বেশি ঘর্ষণ হয় এবং ক্রমাগত এইভাবে চলার পর গাড়ির টায়ার সম্পূর্ণরূপে নষ্ট হয়ে যেতে পারে।

whatsapp image 2023 05 03 at 1.46.13 pm

হ্যান্ডব্রেক না ব্যবহার করলে উপায় কি: এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, যখনই আপনি আপনার গাড়িটি দীর্ঘ সময়ের জন্য পার্ক করতে যাচ্ছেন, সেক্ষেত্রে গাড়িটি ফার্স্ট কিংবা রিভার্স গিয়ারে পার্ক করুন। এরপরে, গাড়ির টায়ারের সামনে একটি ইট বা পাথর রাখুন। এর ফলে আপনার গাড়ি সামনে বা পিছনে যেতে পারবে না এবং নিজের জায়গায় নিরাপদে থাকবে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর