বাংলাহান্ট ডেস্কঃ রাস্তায় বেড়তেই পকেট গড়ের মাঠে পরিণত হচ্ছে সাধারণ মানুষের। মূল্যবৃদ্ধির এই বাজারে একদিকে যেমন নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়ছে, অন্যদিকে তেমনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে পেট্রোল-ডিজেলের দাম। যেন ছুঁলেই আগুন। আর এইভাবেই এই আকাশছোঁয়া মূল্যবৃদ্ধির সঙ্গে মানিয়ে নিতে হচ্ছে সাধারণ মানুষকে।
এই পরিস্থিতি থেকে আপনাকে রক্ষা করতে পারে একমাত্র ইন্ডিয়ান অয়েল সিটি ক্রেডিট কার্ড (Indian Oil Citi Credit Card), যা খুবই উপকারী হতে পারে আপনার জন্য। এই কার্ডের সাহায্যে প্রতি বছরে আপনি ৭১ লিটার পর্যন্ত পেট্রোল এবং ডিজেল পেতে পারেন সম্পূর্ণ বিনামূল্যে।
বিষয়টা হল পৃথক পৃথক ক্রেডিট কার্ড আপনার উপার্জিত পয়েন্ট রিডিম করার জন্য পৃথক পৃথক উপায় বের করে থাকে। যেমন IRCTC কো-ব্র্যান্ডেড ক্রেডিট কার্ড দ্বারা উপার্জিত পয়েন্ট আপনি ট্রেনের টিকিট বুক করতে ব্যবহার করতে পারেন। আবার কিছু ক্রেডিট কার্ড রয়েছে, যা আপনি পেট্রোল-ডিজেলের অফারে ব্যবহার করতে পারেন।
তেমনই ইন্ডিয়ান অয়েল সিটি ক্রেডিট কার্ড এমন একটি কার্ড বের করেছে, যা থেকে কার্ডের দ্বারা অর্জিত পুরস্কার দিয়ে আপনি বছরে ৭১ লিটার পর্যন্ত পেট্রোল এবং ডিজেল বিনামূল্যে কিনতে পারবেন।
এই কার্ডের বৈশিষ্ট্য হল-
এই কার্ডের সাহায্যে বছরে ৭১ লিটার পর্যন্ত পেট্রোল এবং ডিজেল বিনামূল্যে কিনতে পারবেন।
ইন্ডিয়ান অয়েল পাম্পগুলিতে ১ শতাংশ জ্বালানি সারচার্জ ছাড় পাবেন।
ইন্ডিয়ান অয়েল পাম্পগুলিতে ১৫০ টাকা খরচ করলে ৪ টি টার্বো পয়েন্ট পাবেন।
বাজার এবং সুপার মার্কেটে প্রতি ১৫০ টাকা খরচ করলে ২ টি টার্বো পয়েন্ট পাবেন।
আর অন্যান্য বিভাগে এই কার্ডের সাহায্যে ১৫০ টাকা খরচ করলে ১ টি টার্বো পয়েন্ট পাবেন।
এক একটি টার্বো পয়েন্টের জন্য কত টাকা পাবেন-
ইন্ডিয়ান অয়েল পাম্পে এই পয়েন্ট রিডিম করলে ১ টি টার্বো পয়েন্টের জন্য পাবেন ১ টাকা।
goibibo.com, IndiGo, Make My Trip, yatra.com-এ রিডিম করলে ১ টি টার্বো পয়েন্টের জন্য পাবেন ২৫ পয়সা।
Book my Show, Vodafone আইডিতে ১ টি টার্বো পয়েন্টের জন্য পাবেন ৩০ পয়সা।