দিল্লী হামলায় ক্ষতিগ্রস্তদের আর্থিক সাহায্যের অনুদান দিল কেজরিওয়াল সরকার

বাংলাহান্ট ডেস্কঃ দিল্লী (Delhi) হামলার প্ররিপ্রেক্ষিতে মৃতদের পরিবারপিছু দেওয়া হবে ১০ লক্ষ টাকা। যারা নাবালক সন্তানদের হারিয়েছেন, তাঁদের পাবেন পাঁচ লক্ষ টাকা। যাদের ঘরবাড়ি সম্পূর্ণ ভেঙে গিয়েছে তাঁদের পাঁচ লক্ষ টাকা দেওয়া হবে। এবং আহতরা রাজ্যের যেকোনও সরকারি হাসপাতালে বিনামূল্যে চিকিৎসার সুযোগ পাবেন- এমনটা জানালেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (Aurobindo Kejriwal)।

1582807835 03

গত রবিবার দিল্লীর জাফরাবাদে (Zafarabad) সংশোধিত নাগরিকত্ব আইন (CAA) নিয়ে বিক্ষোভের জেরে দুটি গোষ্ঠীর মানুষের তুমুল সংঘর্ষ শুরু হয়। জ্বলতে শুরু করে দিল্লী। আধা সেনাবাহিনি দিয়েও যখন পরিস্থিতি সামাল দেওয়া গেল না, তখন ৪ টি জায়গায় কার্ফু জারী করা হল। এই হামলার জেরে এখনও অবধি প্রাণ হারিয়েছেন প্রায় ৩৫ জন মানুষ। আহত হয়েছেন প্রায় দু’শতাধিক মানুষ।

এই হামলাকারীদের উদ্দ্যেশ্যে তিনি বলেন,‘এই ঘটনায় জড়িত যারা প্রমাণ হবে, তাদের কঠোর শাস্তি দেওয়া হবে। আর আম আদমি পার্টির কোনও সদস্য যদিও এতে জড়িত থাকে, তাহলে তার শাস্তি অন্যদের থেকে দ্বিগুণ করা হবে। জাতীয় নিরাপত্তার সঙ্গে কোনভাবে আপোষ করা হবে না’।

delhi attack 900x425 1

 

এই বিষয়ে বৃহস্পতিবার বিকেলে এক সাংবাদিক বৈঠকে করে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বলেন, ‘গত কয়েকদিন ধরে ঘটে চলা হামলার ফলে দিল্লিতে এখনও পর্যন্ত মোট ৩৫ জনের মৃত্যু হয়েছে। তাই যারা মারা গিয়েছেন তাঁদের পরিবারপিছু ১০ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য করা হবে। এই সংঘর্ষে যাঁরা চিরদিনের জন্য পঙ্গু হয়ে গিয়েছেন তাঁরা পাবেন পাঁচলক্ষ টাকা এবং যাঁরা জখম হয়েছেন তাঁদের দেওয়া হবে দুলক্ষ টাকা। সামান্য চোট পাওয়া মানুষদের দেওয়া হবে ২০ হাজার টাকা। যাদের বাড়ি সংঘর্ষের ফলে পুড়ে গেছে তাঁরা পাবেন ৫ লক্ষ টাকা। তবে সেই বাড়িতে ভাড়াটে থাকলে সে পাবে ১ লক্ষ টাকা এবং বাড়িওয়ালা পাবে ৪ লক্ষ টাকা। তবে এর মধ্যে যাদের বাড়ি পুরোপুরি পুড়ে না গিয়ে সামান্য ভেঙে গেছে তাঁরা পাবেন আড়াই লক্ষ টাকা। সম্পূর্ণ গৃহহীন হয়ে পড়েছে যারা, তাঁদের দেওয়া হবে ২৫ হাজার টাকা।’

এছাড়াও যাদের দোকান পুড়ে গিয়েছে তাঁদের দেওয়া হবে পাঁচলক্ষ টাকা। ক্ষতিগ্রস্ত রিকশাচালকদের হাতে দেওয়া হবে ২৫ হাজার ও ই-রিকশাচালকরা পাবে ৫০ হাজার টাকা। যাদের গৃহপালিত পশুদের হারিয়েছে,তাঁরা পশুপিছু পাঁচ হাজার টাকা করে পাবেন। এবং যেসকল শিশু বা কিশোর-কিশোরীরা হামলার ফলে পরিবারের সকলকে হারিয়েছে, তাঁরা পাবে ৩ লক্ষ টাকা। দিল্লী সরকারের পক্ষ থেকে এমনটাই জানানো হয়েছে।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর