বাংলা হান্ট ডেস্কঃ দিল্লী সরকারের সমস্ত বিভাগে এবার থেকে ইলেকট্রিক বাহনের ব্যবহার হবে। আর সেই ক্রমে কেজরীবাল সরকার এক ঐতিহাসিক পদক্ষেপ নিয়েছে। দিল্লী এবার শুধু ভারতই না, গোটা বিশ্বের প্রথম একটি প্রদেশ হবে, যেখানে সমস্ত সরকারি বিভাগে শুধুমাত্র ইলেকট্রিক বাহনের ব্যবহার হবে।
দিল্লীর উপমুখ্যমন্ত্রী মনীষ সিসোদিয়া আশা ব্যক্ত করে বলেছেন যে, দিল্লী সরকারের এই পদক্ষেপ থেকে প্রেরণা নিয়ে দেশ আর বিশ্বের অন্য শহরেও দূষণের বিরুদ্ধে লড়াইকে প্রথম লক্ষ্য স্থির করা হবে। তিনি বলেন, আজ জলবায়ু পরিবর্তন আর পরিবেষের সঙ্গে যুক্ত চ্যালেঞ্জকে খুবই গম্ভীর ভাবে নিতে হবে। অন্য মামলার মতো এই মামলাতেও দিল্লী সরকার বড় পদক্ষেপ নিয়েছে।
দিল্লী সরকারের অর্থ বিভাগের তরফ থেকে এই বিষয়ে আদেশ জারি করা হয়েছে। দিল্লী ইলেকট্রিক ভেহকিল পলেসি ২০২০-এর অন্তর্গত এই আদেশ জারি করা হয়েছে। এই আদেশ অনুযায়ী, দিল্লী সরকারের সমস্ত বিভাগ, স্বাধীন সংস্থা তথা অনুদানে চলা সংস্থা গুলোতে বর্তমানে থাকা পেট্রোল, ডিজেল, সিএনজি পরিচালিত সমস্ত বাহনের বদলে ছয় মাসের মধ্যে ইলেকট্রিক বাহনের ব্যবহার অনিবার্য করা হবে।
দিল্লি সরকারের অর্থ বিভাগের নীতি বিভাগ দ্বারা জারি করা আদেশ অনুসারে, পিএসইউ ইইএসএল ভারত সরকারের রত্ন পোর্টাল বা এনার্জি বিভাগের অধীনে এ জাতীয় বৈদ্যুতিক গাড়ি ক্রয় ও ইজারা বা ইজারা দেওয়ার জন্য ব্যবহার করা হবে। ইলেকট্রিক বাহনের বিভাগের সুবিধা অনুযায়ী, ড্রাই লিজ বা ওয়েট লিজ গাড়ি নেওয়ার নিয়ম করা হয়েছে। প্রথমবার এ জাতীয় গাড়ি ভাড়া নেওয়ার আগে অর্থ বিভাগের অনুমতি নেওয়া বাধ্যতামূলক হবে।
‘ভারত আজ পর্যন্ত অলিম্পিকে সোনা পায়নি …’ ভরা মঞ্চে বেফাঁস মমতা