রাজ্যে আসছে আরও একটি কেন্দ্রীয় বিদ্যালয়! সৌমিত্র খাঁ’র উদ্যোগে আবার ঝুলি ভরছে বিষ্ণুপুরবাসীর

বাংলা হান্ট ডেস্কঃ প্রতিশ্রুতি মতোই বিষ্ণুপুরকে ঢেলে সাজাতে ব্যস্ত বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ (Saumitra Khan)। নতুন বছর শুরু হতে না হতেই আবার ঝুলি ভরছে বিষ্ণুপুরবাসীর। এলাকাবাসীর জন্য এবার এক দারুণ উপহার নিয়ে হাজির সৌমিত্র খাঁ। কিছুদিন আগে তাঁরই উদ্যোগে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য ক্ষেত্র হিসাবে স্বীকৃতি পেয়েছে বিষ্ণুপুর মন্দির। অগ্রগতি হয়েছে বিষ্ণুপুরের (Bishnupur) রেলপথ থেকে শুরু করে সড়ক পথের।

সৌমিত্র খাঁ’র (Saumitra Khan) উদ্যোগে আবার ঝুলি ভরছে বিষ্ণুপুরবাসীর

সৌমিত্র খাঁ’র (Saumitra Khan) উদ্যোগেই এবার আরও একটি কেন্দ্রীয় বিদ্যালয় পাচ্ছে রাজ্য। এবার বিষ্ণুপুরে চালু হতে চলেছে এই কেন্দ্রীয় বিদ্যালয়। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে  এই  বিদ্যালয় তৈরির প্রথম পর্যায়ের কাজ। আজই সমীক্ষার কাজে এসেছিলেন কেন্দ্রের দুই প্রতিনিধির দল। এই খবর সকলের সাথে অত্যন্ত গর্বের সাথে ভাগ করে নিয়েছেন বিজেপি নেতা।

তাঁর (Saumitra Khan) কথায়, ‘বিষ্ণুপুরের একজন অধিবাসী হিসেবে নিজের কাছে নিজের স্বপ্ন পূরণের অঙ্গীকার! আজ আমি অত্যন্ত আনন্দিত, যে দীর্ঘ কয়েক বছরের প্রচেষ্টার প্রাথমিক ফলাফলস্বরূপ কেন্দ্রীয় বিদ্যালয় সংস্থানের পক্ষ থেকে লাইট হাউজ এলাকাতে কেন্দ্রীয় সরকারের জমিতে কেন্দ্রীয় বিদ্যালয় স্থাপনের জন্য প্রাথমিক সমীক্ষার কাজ শুরু হয়েছে।’

একইসাথে তিনি (Saumitra Khan) আরও লিখেছেন, ‘কেন্দ্রীয় সরকারের তত্ত্বাবধানে সড়কপথ-রেলপথে বিষ্ণুপুর গতিশীল হয়ে উঠেছে। একই রকম ভাবে আমার স্বল্প সংসদ তহবিলের অর্থে ছাত্র যুব থেকে শুরু করে বিষ্ণুপুর লোকসভার সার্বিক উন্নয়নের লক্ষ্যে আমার কাজ-ও এগিয়ে চলেছে। আমার প্রিয় বিষ্ণুপুর লোকসভা এলাকায় আধুনিক শিক্ষা ব্যবস্থার স্বার্থে আমি দীর্ঘদিন ধরে কেন্দ্রীয় সরকারের সংশ্লিষ্ট একাধিক দপ্তরে একটি কেন্দ্রীয় বিদ্যালয় স্থাপনের দাবি জানিয়ে আসছিলাম।’

আরও পড়ুন: হবে ‘অ্যাকশন’! হঠাৎ নবান্নে জরুরি বৈঠক ডাকলেন মমতা, নির্দেশ মিলতেই হৈচৈ

সৌমিত্র বাবু জানিয়েছেন, অবশেষে আজ এই কেন্দ্রীয় বিদ্যালয় স্থাপনের প্রাথমিক শর্ত অনুযায়ী কেন্দ্রীয় সরকারের লাইট হাউস এলাকায় কেন্দ্রীয় বিদ্যালয় সংস্থানের পক্ষ থেকে দুজন প্রতিনিধিদল সমীক্ষা করে গিয়েছেন। যা দেখে বিষ্ণুপুর সংসদ ব্যাপক আশাবাদী খুব তাড়াতাড়ি বিষ্ণুপুরবাসী নিজের এলাকায় এই নতুন কেন্দ্রীয় বিদ্যালয় পেতে চলেছেন। আগামী দিনে এই কেন্দ্রীয় বিদ্যালয়ের হাত ধরে বিষ্ণুপুরের ছেলেমেয়েরা শিক্ষার ক্ষেত্রে অনেক দূর পর্যন্ত এগিয়ে যাবেন বলেই মনে করছেন তিনি।

Soumita Khan

সবশেষে এলাকাবাসীকে কৃতজ্ঞতা জানিয়ে সৌমিত্র খাঁ লিখেছেন, ‘বিষ্ণুপুর বাসীকে আমি আমার কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমার উপর আস্থা-ভরসা রাখবার জন্য। একইসাথে ভারতীয় জনতা পার্টি তথা দেশের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজিকেও ধন্যবাদ জ্ঞাপন করছি আমার লোকসভা কেন্দ্রের সামগ্রিক উন্নয়নে বিশেষ নজর দেওয়ার জন্য।’

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর