প্রাক্তন পাকিস্তানি প্রধানমন্ত্রী ছবি দিয়ে প্রচার! ‘দেশবিরোধী কার্যকলাপে’র অভিযোগ CPIM-র বিরুদ্ধে

বাংলা হান্ট ডেস্কঃ হুলস্থুল কাণ্ড কেরালায় (Kerala)। সিপিআইএম (CPIM) এর সম্মেলনে পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী (Former Pakistan Prime Minister) বেনজির ভুট্টোর (Benazir Bhutto) ছবি দিয়ে বানানো পোস্টার। কমিউনিস্ট সরকারের  রাজ্যে এহেন ঘটনা প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে গেছে সর্বত্র। ঘটনাকে হাতিয়ার করে ময়দানে নেমেছে গেরুয়া বাহিনী। শুধু তাই নয়, বামের এই কার্যকলাপকে দেশবিরোধী বলেও অ্যাখ্যা দিয়েছে কেরালা বিজেপি (BJP) নেতৃত্ব।

কী জানা যাচ্ছে? সূত্রের খবর, CPIM-এর এক শাখা সংগঠন অল ইন্ডিয়া ডেমক্রেটিক ওমেনস অ্যাসোসিয়েশনের (All India Democratic Women’s Association) তরফে শুক্রবার থেকে সোমবার পর্যন্ত একটি সম্মেলনের আয়োজন করা হয়েছিল। সেই উপলক্ষ্যেই সম্মেলনের পোস্টার গুলি তৈরি করা হয়েছে। সেই সম্মেলনের পোস্টারেই দেখা যায় পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর ছবি। এই ছবি প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা।

পোস্টারে শুধুমাত্র প্রাক্তন পাক প্রধানমন্ত্রীর ছবিই নয়, সাথে লেখা বেনজির ভুট্টো পাকিস্তানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ছিলেন। পাশাপাশি কেমব্রিজ বিশ্ববিদ্যালয় সহ মোট ৯টি বিশ্ববিদ্যালয় থেকে ভুট্টো ডক্টরেট পেয়েছিলেন বলেও লেখা হয় পোস্টারে। আর এতেই ফুঁসছে কেরালা বিজেপি শিবির। লাল দলের এই পোস্টারকে কেন্দ্র করে কেরলে বিজেপির রাজ্য সভাপতি কে সুরেন্দ্রন অভিযোগ তুলে বলেন, “অত্যন্ত সহজ হিসাব একটা। ভারতের পিঠে ছুরি মেরে জঙ্গিদের থেকে ভোট আদায়ের চেষ্টা করা হচ্ছে”।

cpm bjp flag

পাশাপাশি রাজ্য বিজেপির মুখপাত্র সন্দীপ ভাচস্পতি বলেন, “রাজ্যের প্রাণকেন্দ্রে বড় বড় করে ভুট্টোর পোস্টার লাগানো হয়েছে। আমি ওদের কাছে জানতে চাই না যে বেনজির ভুট্টো ওদের কে হন, কারণ ওরা এই কাজ দীর্ঘদিন ধরেই করে আসছে। ওরা এমন একজনকে সম্মান জানাচ্ছেন যারা বরাবর আমাদের দেশকে ধ্বংস করতে চেয়েছে। এই ধরনের মানুষেরা দেশের শত্রু। আমাদের এটা বুঝতে হবে।” তাঁর সংযোজন, “পাকিস্তান বা চিন আমাদের শত্রু নয়, বরং এই কমরেডদের থেকেই আমাদের চিন্তা হওয়া উচিত এবং সর্বদা সতর্ক থাকা উচিত। এগুলো হয় যখন নেতাদের কথা বিচারবুদ্ধি দিয়ে বিবেচনা না করে শুধু গিলে নেওয়া হয়।”

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর