মমতার পথেই হাঁটল বিজয়ন, এখন থেকে অনুমতি ছাড়া কেরলে প্রবেশ করতে পারবে না CBI

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ মহারাষ্ট্র, পশ্চিমবঙ্গ, অন্ধ্র প্রদেশ, রাজস্থান আর ছত্তিসগড়ের পর এবার কেরলেও (Kerala) মামলা দায়ের করার আগে সিবিআইকে রাজ্য সরকারের কাছ থেকে অনুমতি নিতে হবে। কেরলের ক্যাবিনেটে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে কয়েকটি অ-বিজেপি শাসিত রাজ্যে এরকম সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর এবার কেরল সরকারও কোনও মামলায় সিবিআই তদন্তের আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রালয়কে দেওয়া সহমতি রদ করেছে।

শোনা যাচ্ছে যে, কেরল সরকার লাইফ মিশন হাউসিং প্রোজেক্টে সিবিআই এর দখলান্দাজিতে ক্ষুব্ধ। তদন্তের পর এই প্রকল্পটিকে অস্থায়ী রুপে বন্ধ করে দেওয়া হয়েছে। এরপরই আদালত সিবিআই এর তদন্ত রোখার জন্য হস্তক্ষেপ করেছে।

 

X