বাংলাহান্ট ডেস্কঃ করোনার কারণে দেশের প্রায় 80 টি জেলায় হয়েছে লকডাউন। এই পরিস্থিতিতে দেশের অধিকাংশ নাগরিক গৃহবন্দী। সংবাদমাধ্যমে প্রচারিত সংবাদের প্রতি মুহূর্তে দেখানো হচ্ছে করোনা সম্পর্কিত আপডেট। হোয়াটসঅ্যাপ ফেসবুকে ছড়াচ্ছে গুজবও। যার ফলে আতঙ্কিত দেশবাসী। কেরলের মুখ্যমন্ত্রী পিনরাই বিজয়ন টুইটারে জানিয়েছেন এই সংকটের মুহূর্তে শিশুদেরকে আতঙ্কিত না করে সতর্ক করবেন কিভাবে? নিজের টুইটার হ্যান্ডেলের তিনি লিখেছেন, এই উপায়গুলি
• শিশুরা বয়সের উপযুক্ত তথ্য পায় তা নিশ্চিত করুন
• স্বাস্থ্যবিধির মতো বিষয়গুলিতে ফোকাস করুন
• সম্ভব হলে বিজ্ঞান ব্যাখা করুন
• খবর সীমাবদ্ধ করুন
Explaining #COVID19 To Children
It's important children understand the risks. But don't instill fear.
Ensure they get age-appropriate info
Focus on topics like hygiene
If possible, explain the science
Limit exposure to news
Keep curiosity alive.
Give hope.
— Pinarayi Vijayan (@pinarayivijayan) March 24, 2020
এই টুইট ইতিমধ্যেই প্রশংসা করেছেন কুড়িয়েছে সামাজিক মাধ্যমে বাম নেতাকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন নেটিজেনরা।কেরলের মুখ্যমন্ত্রী পিনরাই বিজয়ন ইতিমধ্যেই নিজের রাজ্য কেরলের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন। যা ইতিমধ্যেই দেশব্যাপী প্রশংসা কুড়িয়েছে।
ভারতে করোনার ভাইরাস সংক্রমণের ঘটনা ধীরে ধীরে বাড়ছে। সোমবার, দেশে নতুন নতুন 99 টি ঘটনা হয়েছে, যা এখনও দেশে এক দিনের মধ্যে সর্বোচ্চ। এ ছাড়া সোমবার আরও দু’জনের মৃত্যুর সাথে সাথে দেশে এ কারণে মোট মৃত্যুর সংখ্যা ৯। এর মাধ্যমে, দেশে মোট করোনার সংক্রমণের ক্ষেত্রে সংখ্যা 492-এ দাঁড়িয়েছে।