বাংলা হান্ট ডেস্ক : হাতে মাত্র আর কয়েকটা দিন। লোকসভা নির্বাচন (Lok Sabha Election 2024) এখন শিয়রে। শাসকদল থেকে শুরু করে বিরোধী শিবির সকলেই নিজ নিজ ঘুঁটি সাজাতে ব্যস্ত। একদিকে যেমন দেশের তামাম বিরোধী দলগুলি একসাথে হাত মিলিয়েছে অন্যদিকে বিজেপিও (BJP) তার ঘাঁটি শক্ত করতে মরিয়া। ইতিমধ্যেই দেশের কিছু জায়গা বাদ দিয়ে প্রায় সব জায়গাতেই আসন রফা সেরে ফেলেছে কংগ্রেস (Congress)।
ইতিমধ্যেই বড়সড় ফাটল দেখা গেছে হিমাচল প্রদেশের (Himachal Pradesh) কংগ্রেস সরকারে। আর এবার তালিকায় কেরল। কংগ্রেসের এককালীন মুখ্যমন্ত্রী কে করুণাকরণের মেয়ে পদ্মজা বেনুগোপাল এবার নাম লেখালেন বিজেপিতে। আর তারপরেই প্রশ্নের মুখে ‘ইন্ডিয়া জোট’। কেরল (Kerala) মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নও (Pinarai Vijayan) তুলোধুনো করেছেন কংগ্রেসকে।
মুখ্যমন্ত্রীর কথায়, এই মুহূর্তে দেশকে সুপথে চালিত করার জন্য বমপন্থাই একমাত্র ভরসা। তার কথায়, বামপন্থীদেরই নির্বাচিত করা প্রয়োজন। তিনি মনে করেন, বিজেপি এখনও ক্ষমতায় আছে, জিতলেও তারাই ক্ষমতায় থাকবে। তবে কংগ্রেস নির্বাচন জিতলে তারা বিজেপির সাথে হাত মিলিয়ে নেবে। তার কথায়, কংগ্রেস মূলত বিজেপির বি-টিম।
আরও পড়ুন : হিমাচলে হুলস্থূল! বিজপি শরণে একাধিক কংগ্রেস বিধায়ক, সরকার পড়ার প্রবল সম্ভাবনা
যদিও কংগ্রেসের উপর এই অভিযোগ এর আগেও এসেছে। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিপূর্বেই একাধিকবার এই অভিযোগ করেছেন। তবে এইদিন পিনারাই এখানেই থেমে থাকেননি। কেরলের বন্যপ্রাণী এবং আম জনতার মধ্যে হয়ে চলা সংঘর্ষের কথা সকলেই জানেন। এইদিন এই বিষয় নিয়েও কংগ্রেসকে তোপ দাগেন মুখ্যমন্ত্রী পিনারাই।
আরও পড়ুন: দেশের ব্যাঙ্কে পড়ে রয়েছে প্রায় ৪৩ হাজার কোটি টাকা, নেই কোনও দাবিদার! কীভাবে পাবেন?
আসলে এই অভিযোগ হামেশাই ওঠে যে কেরলে বন্যপ্রানীর হামলায় মানুষ মারা গেছে আর নয়তো আম জনতা বন্যপ্রাণীর উপর হামলা করে শিকার করার পর তার চামড়া, নখ তুলে নিয়ে বিক্রি করারও অভিযোগ উঠেছে। তিনি বলেন, ‘এই আইনে সংশোধনী আনা প্রয়োজন ছিল। বন্যপ্রাণী আইন কার্যকর হয়েছিল ইন্দিরা গান্ধীর আমল থেকে। সেটাকে শক্তিশালী করেছিলেন কংগ্রেস নেতা জয়রাম রমেশ। কিন্তু সংসদে এই বিষয়টি নিয়ে একটি প্রচেষ্টাও করতে দেখা যায়নি ওয়াইনাড় লোকসভা কেন্দ্রের সাংসদ রাহুল গান্ধীকে।’