স্ত্রীকে স্কুটার থেকে নামিয়ে জ্যান্ত পুড়িয়ে দিল স্বামী! কেরলে নৃশংস ঘটনায় শিহরিত গোটা ভারত

Last Updated:

বাংলা হান্ট ডেস্ক : কেরালার (Kerala) রাস্তায় ভয়াবহ অগ্নিকাণ্ড‌। মর্মান্তিক এই খুনের ঘটনায় শিহরিত গোটা দেশ। স্কুটার থেকে এক মহিলাকে টেনে নামিয়ে প্রকাশ্যে পেট্রল ঢেলে জীবন্ত পুড়িয়ে মারা হল‌। আশঙ্কাজনক অবস্থায় ঐ মহিলাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করে। সূত্রের খবর, ঘটনায় মৃতার স্বামীকে আটক করেছে পুলিশ। অভিযোগ, তিনিই ঘটিয়েছেন এ মর্মান্তিক ঘটনা।

সূত্রের খবর, মর্মান্তিক এই খুনের ঘটনাটি ঘটেছে কেরালার আলাপুঝায়। অভিযোগ, বছর ৩২ এর আরতির গায়ে পেট্রল ছিটিয়ে আগুন ধরিয়ে দেন তার স্বামী। পুলিশ সূত্রে খবর, পট্টনাক্কাডের বাসিন্দা শ্যাম চন্দ্রন তার স্ত্রী আরতির গায়ে আগুন ধরিয়ে দেয়। ঘটনার আকস্মিকতায় হতভম্ব হয়ে যায় গোটা এলাকাবাসী।

পুলিশ আরও জানিয়েছে, সকালে আরতি যখন অফিস যাচ্ছিল তখনই তাকে স্কুটার থেকে নামিয়ে এই ঘটনা ঘটায় শ্যাম চন্দ্রন। স্কুটার থেকে টেনে হিঁচড়ে নামিয়ে তার গায়ে পেট্রল ছিটিয়ে দেয় শ্যাম চন্দ্রন এবং তার সঙ্গীসাথিরা। এরপরেই আগুন ধরিয়ে দেওয়া হয়। মুহুর্তের মধ্যেই আগুন ঘিরে ধরে তাকে। সাহায্যের জন্য চিৎকারও করেছিলেন তিনি। তবে হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই সব শেষ হয়ে যায়।

আরও পড়ুন : শক্তিশালী পাসপোর্টের তালিকায় অবনতি ভারতের! সবার শীর্ষে ফ্রান্স, জানুন পাকিস্তান সহ বাকিদের র‍্যাঙ্কিং

যদিও শ্যাম চন্দ্রন এই ঘটনা কেন ঘটিয়েছেন সেই কারণ এখনও স্পষ্ট নয়। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে কেরালা পুলিশ। সূত্রের খবর, আরতীর গায়ে আগুন ধরানোর সময় তার স্বামীর গায়েও আগুন ধরে যায়। তবে তার অবস্থা এখন স্থিতিশীল।

Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর

X