বিশ্ব জুড়ে হু হু করে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। মৃত্যুও হয়েছে বহু জনের। সেই তালিকা থেকে বাদ যায়নি ভারতের (india) এখন পর্যন্ত করোনা সংক্রামণে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৩ জনের, আক্রান্তের সংখ্যা ১২৫ ছাড়িয়েছে।মঙ্গলবার কেরল রাজ্য পুলিসের মিডিয়া সেন্টার থেকে পোস্ট করা হয় একটি ভিডিয়ো। পোস্ট করার সঙ্গে সঙ্গেই ব্যাপক জনপ্রিয় হয়ে ওঠে ভিডিয়োটি।
এই ভিডিওতে দেখা গেছে ৬ জন পুলিসকর্মী ইয়াপ্পাম কষিয়াম নামে দক্ষিণী ছবির কলাকথা গানের ছন্দে পা দুলিয়ে নাচ করছেন। আর নাচার মাধ্যমে তারা হাত ধোয়ার পদ্ধতিগুলোই দেখাচ্ছিলেন। চীনের উহান থেকে ছড়িয়ে পড়া এ ভাইরাসে বিশ্বজুড়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৭৫১ জনে।চীন এবং দক্ষিণ কোরিয়ার পরিস্থিতি সাময়িক উন্নত হলেও ইরান ও ইতালিতে মৃত্যু মিছিল বাড়ছেই। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সূত্রে খবর, ইরানের পরিস্থিতি এতটাই খারাপ যে সেখানে বিশাল-বিশাল গণকবর খোঁড়া হয়েছে। এমনকি দেশের অনেক স্কুল, অফিস, কলেজ বন্ধ করে দেওয়া হয়েছে।
ছাড়িয়েছে।বন্ধ করে দেওয়া হয়েছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সিনেমা হল, পর্যটনকেন্দ্র। এই করোনার ভয়াবহ পরিস্থিতির মধ্যে স্বস্তির খবর, ইতিমধ্যে ভারতে সেরে উঠেছেন ১৪ জন করোনা আক্রান্ত এখন পর্যন্ত ভারতে করোনা ভাইরাসে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে মহারাষ্ট্রে। সেখানে আক্রান্ত হয়েছে ৩৬ জন ও মৃত্যু হয়েছে ১ জনের। তার পরেই আছে কেরল ২৪ জন, উত্তরপ্রদেশ ১৪ জন ও কর্ণাটকে ১১ জন আক্রান্ত হয়েছে এই ভাইরাসে। দিল্লিতেও আক্রান্ত হয়েছে ৮ জন। কয়েক ঘন্টার ১০ লাখ ভিউজের রেখা পার করে ফেলেছে এই ভিডিও।
এআইএমএস দিল্লির ডিরেক্টর ডাঃ রণদীপ গুলেরিয়া তিনি বলেছেন, “স্বাস্থ্যসেবার সাধারণ সতর্কতা হিসাবে, সমস্ত ধরণের মাংস ভালভাবে ধুয়ে এবং সঠিকভাবে রান্না করা উচিত,”যে কোনও করোনভাইরাস-আক্রান্ত ব্যক্তি যদি আবাসনে বাস করেন তবে সমাজে বসবাসকারী অন্যান্য সদস্যরা যতক্ষণ না আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে না আসছেন ততক্ষণ তারা ক্ষতিগ্রস্থ হবেন না।