বাংলাহান্ট ডেস্ক: নতুন মাইলফলক ছুঁল ‘কেজিএফ চ্যাপ্টার ২’ (KGF Chapter 2)। মুক্তির অনেক আগে থেকেই শোরগোল তুলেছিল অভিনেতা যশের ছবি। প্রথম অংশটি দেখার পর দর্শকদের প্রত্যাশা স্বাভাবিক ভাবেই বেড়ে গিয়েছিল। সেই প্রত্যাশা পূরণ করতে পেরেছেন পরিচালক প্রশান্ত নীল। মাত্র ১০০ কোটির ছবি সারা বিশ্বে সমস্ত ভাষায় ৮০০ কোটি টাকার ব্যবসা করেছে।
এবার হিন্দি ভাষায় ৩০০ কোটি টাকা তুলে ফেলল কেজিএফ চ্যাপ্টার ২। ২০১৪ সালে আমির খানের ‘পিকে’র পর বজরঙ্গি ভাইজান, সুলতান, দঙ্গল, টাইগার জিন্দা হ্যায়, বাহুবলী ২, পদ্মাবত, সঞ্জু, ওয়ার ছবিগুলিই ৩০০ কোটি ছুঁতে পেরেছিল। এর মধ্যে আবার বাহুবলী একমাত্র ছবি যার হিন্দি সংষ্করণ ৫০০ কোটি টাকার ব্যবসা করেছিল।
তালিকায় এবার যুক্ত হল কেজিএফ চ্যাপ্টার ২ এর নাম। এর আগে ‘পুষ্পা’, ‘আর আর আর’ এর মতো ছবিও ৩০০ কোটি তুলতে পারেনি হিন্দি ভাষায়। সেই অসাধ্য সাধন করে দেখালেন রকি ভাই। ফিল্ম বিশেষজ্ঞদের মতে, ছবিটি যে ভাবে এগোচ্ছে তাতে শীঘ্রই ৫০০ কোটির ক্লাবে বাহুবলীর সঙ্গে নাম লেখাবে কেজিএফ ২।
ইতিমধ্যেই বিশ্বজুড়ে ব্যবসার নিরিখে ৮০০ কোটি টাকা তুলেছে এই ছবি। দু সপ্তাহে সম্ভবত ৯৫০ কোটিও তুলে ফেলতে পারে কেজিএফ ২। বলিউডে ‘জার্সি’ মুক্তি পেলেও দর্শকদের প্রথম পছন্দ এখনো কেজিএফ চ্যাপ্টার ২।
https://twitter.com/taran_adarsh/status/1518102234801729537?t=ysf_MA3JJtgYZ_pwspc5DA&s=19
দেশের নতুন সুপারস্টার হয়ে উঠেছেন যশ। বলিউড তারকাদের রাজত্ব এখন অস্তাচলে। প্রভাস, আল্লু অর্জুন, রাম চরণ, জুনিয়র এনটিআরের পর যশকে নিয়ে মাতামাতি চলছে দক্ষিণ থেকে উত্তরে। ‘কেজিএফ’ এর পর ‘কেজিএফ চ্যাপ্টার ২’ও ব্লকবাস্টার ঘোষনা করা হয়েছে। আর আর আর এর পর দক্ষিণের আরো একটি ছবি নাম লেখাতে পারে ১০০০ কোটির ক্লাবে।