বাংলাহান্ট ডেস্ক: মুক্তি পেতে না পেতেই মুখ থুবড়ে পড়ল ঈশান খট্টর (ishaan khattar) ও অনন্যা পাণ্ডের (ananya pandey) নতুন ছবি ‘খালি পিলি’ (khaali peeli)। ২রা অক্টোবর গান্ধী জয়ন্তীর দিন OTT প্ল্যাটফর্মে মুক্তি পায় এই ছবি। এর আগে ছবির টিজার মুক্তি পেতেই ইউটিউবে বয়েছিল ডিসলাইকের ঝড়। সেই ধারাই অব্যাহত রইল।
IMDbতে ১০ এর মধ্যে মাত্র ১.৮ রেটিং পেয়েছে ঈশান অনন্যার খালি পিলি। জঘন্য অভিনয়, ছবিতে যুক্তি নেই, বিরক্তিকর, গান খারাপ এমনই সব মন্তব্যে ভর্তি IMDb। ঈশান অনন্যা দুজনেই স্টার কিড হওয়ায় ছবিতে নেপোটিজমের একটা দিক ছিলই। উপরন্তু ছবির কাহিনি ও অভিনয়ও দর্শকদের মন কাড়তে ব্যর্থ হয়।
সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকেই বলিউডে নেপোটিজম ও স্টার কিডদের বিরুদ্ধে কার্যত যুদ্ধ ঘোষনা করেছে নেটিজেনরা। এর কোপ ইতিমধ্যেই পড়েছে আলিয়া ভাট ও মহেশ ভাটের ছবি সড়ক ২তে। ইউটিউবে সর্বাপেক্ষা ডিসলাইক যুক্ত ভিডিওর তালিকায় দ্বিতীয় স্থানে নাম তোলে সড়ক ২।
খালি পিলির ক্ষেত্রে নেটিজেনরা অতটা ক্ষুব্ধ না হলেও তাদের রোষানল থেকে মুক্তি পায়নি এই ছবিও। এর আগে খালি পিলির টিজারও পড়েছিল নেটজনতার রোষানলে।
সড়ক ২, গুঞ্জন সাক্সেনার পর ডিসলাইকের রেকর্ড গড়তে চলেছিল খালি পিলি। ফিল্ম সমালোচকরা তখনি বলেছিলেন, টিজারেই এই অবস্থা। তাহলে ট্রেলার বা ছবি মুক্তি পেলে কি হতে চলেছে! তাদের সেই আশঙ্কাই সত্যি হল।
খালি পিলি ছবিতে ধড়ক এর সেই ‘চকলেট বয়’ ইমেজ ছেড়ে বেরিয়েছেন ঈশান। এই ছবিতে তাঁকে দেখা গিয়েছে এক ট্যাক্সি চালকের ভূমিকায়। এক ব্যক্তিকে প্রায় খুন করে পালিয়েছে সে। অপরদিকে অনন্যা করেছেন ডাকাতি। পুলিসের হাত থেকে কিভাবে রক্ষা পাবে তারা, আদৌ পাবে কিনা সেই নিয়েই ছবির গল্প।
ছবির পরিচালনার দায়িত্বে রয়েছেন মকবুল খান। প্রযোজনার দায়িত্বে রয়েছেন হিমাংশু কিষান মেহরা, আলি আব্বাস জাফর ও জি স্টুডিয়োজ।