এবার দিল্লির বুকে খালিস্তানিদের উৎপাত! জি-২০-র প্রস্তুতির মাঝেই যা করল শুনে গরম হয়ে উঠবে মাথা

বাংলা হান্ট ডেস্ক : জি ২০ সম্মেলনে (G20 Summit) আসতে চলেছেন বিশ্বের তাবড় রাষ্ট্রনেতারা। তার আগে রাজধানীর নিরাপত্তার মুখে চুনকালি লাগিয়ে একের পর এক মেট্রো স্টেশনে পড়ল খালিস্তানপন্থীদের পোস্টার (Khalistani Poster)। যাতে লেখা রয়েছে, ‘দিল্লি (Delhi) বনেগা খালিস্তান।’

আদৌও কতটা নিরাপদ রাজধানী শহর? এরপরই এই পোস্টারকে ঘিয়ে টালমাটাল হয়ে উঠেছে নিরাপত্তার প্রশ্ন। দিল্লির একাধিক মেট্রো স্টেশনের দেওয়ালে দেশের নিরাপত্তার মুখে কালি দিয়ে লেখাগুলি অবশ্য পুলিস পরে মুছে দিয়েছে।

khalistan 2

কোথায় কোথায় পড়েছে পোস্টার? ৯-১০ সেপ্টেম্বর দিল্লিতে অনুষ্ঠিত হতে চলেছে জি ২০ সম্মেলন। তার আগে দিল্লির বেশ কয়েকটি মেট্রো স্টেশনের গায়ে কেউ বা কারা লিখে দিয়েছে খালিস্তানপন্থী বিভিন্ন দাবি। কোথাও লেখা হয়েছে দিল্লি বনেগা খলিস্তান। কোথাও বা লেখা খালিস্তান গণভোট জিন্দাবাদ। পঞ্জাবি বাগ, শিবাজি পার্ক, মদিপুর, পশ্চিম বিহার, উদ্যোগ নগর এবং মহারাজা সুরজমল স্টেডিয়াম স্টেশনের দেওয়ালে এমন লেখা হয়েছে।

কী পদক্ষেপ পুলিসের? দিল্লি পুলিস সূত্রে জানা গিয়েছে, নিষিদ্ধ ‘শিখস ফর জাস্টিস’ সংগঠনের নাম লেখা রয়েছে প্রতিটি দেওয়াল লিখনে। শুধু মেট্রো স্টেশনই নয়, নঙ্গলৈ এলাকার একটি সর্বোদয় বাল বিদ্যালয়ের দেওয়ালেও একই ধরনের লেখা হয়েছে। দেওয়াল লিখন নিয়ে দিল্লি পুলিস তড়িঘড়ি তদন্তে নেমে পড়েছে। এনিয়ে একটি স্পেশাল সেন গঠন করে তদন্ত চলছে। বিভিন্ন এলাকায় তারা খানাতল্লাশি শুরু করেছে।

আরও পড়ুন : এবার তাইওয়ানেও উঠবে ‘জয় শ্রীরাম’ ধ্বনি! প্রতিষ্ঠা হল প্রথম হিন্দু মন্দির, রাগে ফুঁসছে চিন

গুরপতবন্ত সিং পান্নুর চ্যালেঞ্জ : মেট্রো রেলের ডিসিপির কথায়, রেলের  দেওয়াল থেকে লেখা থেকে সঙ্গে সঙ্গে মুছে দেওয়া হয়েছে। সিসিটিভির ফুটেজ দেখে শিখ সংগঠনের সদস্যদের খোঁজ চালাচ্ছে পুলিশ। দেওয়ালে লেখার পর তার সংগঠনটি দিল্লি মেট্রো স্টেশনগুলির ছবিও বিভিন্ন সোশাল মিডিয়ায় ছেড়ে দিয়েছে বলে পুলিস জানিয়েছে। সংগঠনের প্রধান গুরপতবন্ত সিং পান্নু ওই ভিডিওতে চ্যালেঞ্জ জানিয়ে বলেছেন, দিল্লিতে যখন জি ২০ সম্মেলন চলবে, তখন ১০ সেপ্টেম্বর কানাডার সুরে-তে খালিস্তান গণভোট অনুষ্ঠিত হবে।

Avatar
Sudipto

সম্পর্কিত খবর