বাংলা হান্ট ডেস্কঃ বাংলার বিধানসভা নির্বাচনে সবথেকে বেশী চর্চায় এসেছিল ‘খেলা হবে” (Khela Hobe) স্লোগান। মূলত শাসক দল তৃণমূলের (All India Trinamool Congress) তরফ থেকে এই স্লোগানটি আমদানি করা হয়েছিল। একদিকে বিরোধীরা যেমন এই স্লোগানকে উস্কানিমূলক আখ্যা দিয়ে এসেছে, তখন আরেকদিকে শাসক দল তৃণমূল এই স্লোগান নিয়ে আরও বেশী প্রচার চালিয়েছে। এমনকি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও এই স্লোগান দিতে দেখা গিয়েছে। আর এবার সেই খেলা হবে স্লোগান দিয়ে নতুন প্রকল্প শুরু করল তৃণমূল সরকার।
রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্রীড়ায় মানুষকে আরও বেশী করে উৎসাহিত করার জন্য ‘খেলা হবে” প্রকল্প শুরু করেছেন। এই প্রকল্প অনুযায়ী রাজ্য সরকার রাজ্যে বিভিন্ন ক্লাব কে ফুটবল বিলি করবে। কিশোর থেকে শুরু করে যুবকদের খেলার প্রতি আরও বেশী করে আকৃষ্ট করতেই এই প্রকল্প শুরু করা হচ্ছে রাজ্য সরকারের তরফ থেকে।
যদিও, এর আগেও ক্লাবগুলোর জন্য রাজ্যের কোষাগার খুলে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের অজস্র ক্লাবকে এর আগে কয়েক লক্ষ টাকা করে আর্থিক অনুদান দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে। এবার ক্লাবগুলোকে ফুটবল বিলি করতে চলেছে সরকার।