ক্ষুদিরাম ও প্রফুল্ল চাকীর নামে লক্ষাধিক টাকার বকেয়া বিদ্যুৎ বিলের নোটিশ! হুলুস্থুল কাণ্ড বিহারে

বাংলা হান্ট ডেস্কঃ হুলুস্থুল কাণ্ড বিহারে। দেশের জন্য প্রাণ দেওয়া দুই বিপ্লবী ক্ষুদিরাম বসু (Khudiram Bose) এবং প্রফুল্ল চাকীর (Prafulla Chaki) নামে ১ লক্ষ ৩৬ হাজার টাকার বিদ্যুতের বিল (Electric Bill)। নোটিশও গেল তাঁদের নামে। বীর শহিদদের নাগাল না পেয়ে বর্তমানে মুজাফফরপুরের তাদের স্মৃতিস্তম্ভে সেটে দেওয়া হয়েছে বিলটি। আর এই বিস্ময়কর ঘটনা ঘিরেই রীতিমতো শোরগোল পরে গেছে বিহারে (Bihar)।

কী জানা যাচ্ছে? সূত্রের খবর, বীর বিপ্লবীদের নামে লক্ষাধিক টাকার বিলটি পাঠানো হয়েছে গত ২২ ফেব্রুয়ারি। উত্তর বিহার বিদ্যুৎ পর্ষদ তরফে পাঠানো ওই বিলের পরিমান বিদ্যুৎ বিলের মোট পরিমাণ ১ লক্ষ ৩৬ হাজার ৯৪৩ টাকা। বকেয়া মেটানোর নোটিশ দিয়ে বলা হয়েছে, আগামী ৪ মার্চের মধ্যে সমস্ত বকেয়া মেটালে তাদের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেবে বিদ্যুৎ পর্ষদ।

যেই বীর বিপ্লবীরা দেশের জন্য নিজেদের জীবন টুকু দিতে দুবার ভাবলেন না, মরেও কিনা শান্তি নেই তাদের! তবে এখানে প্রশ্ন হল মৃত্যুর ১১৫ বছর পরও তাঁদের নামে বিদ্যুৎ বিল কেন? সত্যিই কী বকেয়া বাকি রয়েছে তাঁদের নামে? নাকি ভুয়ো কোনো তথ্যই নিয়েই এই শোরগোল। এই প্রশ্নের রহস্য উন্মোচন করতে গিয়ে জানা গিয়েছে ওই বিল ভুয়ো নয়। নাই কোনো ভুল হয়েছে পর্ষদের।

khudiram bose, prafulla chaki

এই বিষয়ে পাটনার বিদ্যুৎভবনের এক আধিকারিক জানান, আসলে ওই দুই বিপ্লবী শহিদের স্মৃতিস্তম্ভের নামে বিদ্যুতের বিল বকেয়া রয়েছে। যেই স্মৃতিস্তম্ভ গুলিতে রাতে আলো জ্বলে, যার দেখাশোনার দায়িত্বে রয়েছে সেখানেরই একটি বেসরকারি সংস্থা। তবে সংস্থার নামে বিল না গিয়ে শহিদের নামে কেন বিল গেল, সেই প্রশ্নের উত্তর দেয়নি বিদ্যুৎভবনের সেই আধিকারিক।


Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর