সবজি ছাড়া মারামারি করতে পারে না খুকুমণি? রোজ খাবার নষ্ট হওয়া দেখে রেগে আগুন দর্শকরা, ভাইরাল ভিডিও

Published On:

বাংলাহান্ট ডেস্ক: শুরু হওয়ার আগে থেকেই ট্রোলের মুখে পড়েছিল স্টার জলসার নতুন সিরিয়াল ‘খুকুমণি হোম ডেলিভারি’ (khukumoni home delivery)। সময় যত এগিয়েছে ততই বেড়েছে হাসি মশকরার পরিমাণ। মূলত সিরিয়ালের গল্পের অতি নাটকীয়তা, খুকুমণি চরিত্রটির কাণ্ড কারখানার জন‍্যই বারে বারে নেটনাগরিকদের হাসি, মশকরার স্বীকার হয় এই সিরিয়াল।

সদ‍্য প্রকাশ‍্যে আসা প্রোমোতে একদল গুণ্ডাদের সঙ্গে মারপিট করতে দেখা গিয়েছে খুকুমণিকে। সে বাজারে যেতেই সেখানে গিয়ে হাজির গুণ্ডাদের দল। কিন্তু খুকুমণি তো খুকুমণি! ভিলেন ‘ঠেঙানো’য় এক্সপার্ট সে। বাজারে আক্রমণ হতেই হাতের সামনে যে সবজি পায় সেটাই তুলে নিয়ে পালটা আক্রমণ শানায় খুকুমণি।


শুধু সবজিতে অবশ‍্য মন ভরেনি তার। হাতের কাছে একটা মোটা লাঠি পেয়ে সেটা নিয়েই গুণ্ডাদের উপরে চড়াও হয় খুকুমণি। এক রকম নেচে নেচেই গুণ্ডাদের মারধোর করতে দেখা যায় তাকে। প্রোমো প্রকাশ‍্যে আসতেই হাসির ফোয়ারা উঠেছে নেটমাধ‍্যমে। খুকুমণির মারধোরের দৃশ‍্য দেখে হেসে গড়াগড়ি খাচ্ছে নেটনাগরিকরা।


একজন লিখেছেন, ‘ঘুরেফিরে একই গল্প, মারামারি। একঘেয়েমি হয়ে যাচ্ছে ব‍্যাপারটা। কাহিনি বদলান।’ আরেকজনের প্রশ্ন, খুকুমণি সবজি ছাড়া মারপিট করতে পারে না? অনেকে আবার ক্ষুব্ধ হয়েছেন প্রতিটি পর্বে খুকুমণির খাবার নষ্ট করা দেখে।

https://www.instagram.com/tv/CY38oeuozwf/?utm_medium=copy_link

অবশ‍্য ট্রোল হওয়ার পাশাপাশি টিআরপিও মন্দ উঠছে না খুকুমণি হোম ডেলিভারির। কয়েক সপ্তাহ জুড়ে একটানা দ্বিতীয় স্থানে থেকে ‘মিঠাই’কে কড়া টক্কর দিয়ে গিয়েছে এই সিরিয়াল। অনেকেই ভেবেছিলেন এ সপ্তাহে মিঠাইকে ছাপিয়ে যাবে খুকুমণি। কিন্তু কার্যক্ষেত্রে দেখা গিয়েছে উলটো। দ্বিতীয় স্থান থেকে সোজা চতুর্থ স্থানে নেমে এসেছে খুকুমণি। ট্রোলের কারণেই এমনটা হয়েছে কিনা তা নিয়ে সন্দিহান দর্শকরা।

X