কিক বক্সিংয়ে নজির গড়ল ঝাড়গ্রাম, একসাথে ২৫ টি গোল্ড মেডেল জয়, গর্বে বুক ফুলেছে বাংলার!

বাংলা হান্ট ডেস্ক: প্রতিনিয়ত আমাদের বাংলা (West Bengal) একটু একটু করে ক্রীড়াজগতে ছাপ ফেলতে শুরু করেছে। আর এই তালিকায় প্রতিনিয়ত এগিয়ে চলেছে অরণ্যসুন্দরী ঝাড়গ্রাম। পশ্চিমবঙ্গের এই জেলাটি খেলার জগতে নাম উজ্জ্বল করছে। আর এবার বক্সিংয়ে নজির গড়লো ঝাড়গ্রাম। সবথেকে বড় বিষয় হচ্ছে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে একটি দুটি নয় একসাথে ২৫ টি গোল্ড মেডেল নিয়ে আসল প্রতিযোগীরা। এই খবর প্রকাশ্যে আসতেই উচ্ছ্বসিত ঝাড়গ্রামের মানুষেরা।

ক্রীড়া জগতে ছাপ পশ্চিমবঙ্গের (West Bengal) জেলা ঝাড়গ্রামের:

কখনও ক্রিকেট, আবার কখনও ফুটবলে অংশগ্রহণ করে ঝাড়গ্রামের প্রতিযোগীরা তাদের দক্ষতার মাধ্যমে মুগ্ধ করেছে গোটা বাংলাকে (West Bengal)। আর এবার বক্সিংয়ে রেকর্ড এই জেলার। জানা যায়, চলতি মাসের ১১ ও ১২ জানুয়ারি দুর্গাপুরে অনুষ্ঠিত হয় সাউথ বেঙ্গল কিক বক্সিং চ্যাম্পিয়নশিপ ২০২৫। দক্ষিণবঙ্গের জেলাগুলিকে নিয়েই এই ক্রীড়া প্রতিযোগিতা আয়োজিত করা হয়। আর এই প্রতিযোগিতায় দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা অংশগ্রহণ করে। সেইসাথে অংশগ্রহণ করে ঝাড়গ্রামও।

Kick boxing's record this district of West Bengal

জানা গিয়েছে, ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট স্পোর্টস কিক বক্সিং অ্যাসোসিয়েশনের তরফ থেকে মোট ২৮ জন প্রতিযোগী অংশগ্রহণ করে এই সাউথ বেঙ্গল কিক বক্সিং চ্যাম্পিয়নশিপে। আর এই প্রতিযোগীদের মধ্যে ছিল ১৯ জন মেয়ে এবং ৯ জন ছেলে। বিভিন্ন বয়সের প্রতিযোগীরা এখানে অংশগ্রহণ করে। মোট পাঁচটি বিভাগে কিক বক্সিং প্রতিযোগিতা হয়। যার মধ্যে পয়েন্ট ফাইট, মিউজিকাল ফর্ম, লাইট কন্ট্যাক্ট, কিক লাইট কন্ট্যাক্ট সহ বিভিন্ন ফাইটে অংশগ্রহণ করেন ঝাড়গ্রামের প্রতিযোগীরা।

আরোও পড়ুন : পরপর চমকে ঠাসা পর্ব, দুর্গার নায়ক হয়ে ‘জগদ্ধাত্রী’তে ফিরছেন জি এর জনপ্রিয় অভিনেতা!

আর প্রতিযোগিতায় অংশগ্রহণ করার পর ২৫ টি স্বর্ণপদক জয়লাভ করে ঝাড়গ্রাম। শুধু স্বর্ণপদকই নয়, একই সাথে ১৬টি রুপোর পদক ও ১৩ টি ব্রোঞ্জের পদক জয়লাভ করে। স্বর্ণপদক, রুপোর পদক ও ব্রোঞ্জের পদক মিলিয়ে মোট ৫৪টি পদক জয়লাভ ঝাড়গ্রামের। সেইসাথে, দক্ষিণবঙ্গের সেরা জেলার ট্রফি জয়লাভ করে।  আরও একবার বাংলার (West Bengal)  ক্রীড়া জগতে এগিয়ে গেল এই জেলা।

আরোও পড়ুন : আজকের রাশিফল ২৩ জানুয়ারি, প্রেমের জীবনে বড় চমক এই চার রাশির

এই বিষয় কি বললেন ওই দলের সাধারণ সম্পাদক: ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট স্পোর্টস কিকবক্সিং অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অভিজিৎ রায় চৌধুরী জানান, “বর্তমান সময়ে ঝাড়গ্রামে কিক বক্সিংয়ের চর্চা প্রতিনিয়ত হচ্ছে। অভিভাবকদের উৎসাহের সঙ্গে নতুন নতুন ছাত্র-ছাত্রীরা কিক বক্সিং শেখার জন্য এগিয়ে আসছেন।  ঝাড়গ্রাম থেকে আগামী দিনে আমরা আরও ভালো কিক বক্সিংয়ের প্লেয়ার খুঁজে পাবো। যারা রাজ্যের পাশাপাশি একদিন দেশের হয়ে খেলবে ঝাড়গ্রাম থেকে। সাউথ বেঙ্গল কিক বক্সিং চ্যাম্পিয়নশিপে ঝাড়গ্রামের জন্য ৫৪ টি পদক জয়লাভ করে, দক্ষিণবঙ্গের সেরা জেলা হিসেবে নির্বাচিত হয় ঝাড়গ্রাম। এটা আমাদের কাছে গর্বের বিষয়।” তবে এটা শুধু একটি জেলার গর্ব নয় একই সাথে বাংলারও (West Bengal) গর্ব।

Sunanda Manna
Sunanda Manna

সুনন্দা মান্না, বাংলা হান্টের স্ক্রিপ্ট রাইটার। গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতা করার পর থেকেই সংবাদ মাধ্যমে কাজ শুরু। দেশ থেকে বিদেশ, রাজনীতি, বিনোদন বিভিন্ন তথ্যই আপনাদের কাছে তুলে দেওয়া আমার মূল লক্ষ্য।

সম্পর্কিত খবর